#কলকাতা: এনআরএস কাণ্ডে অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আর্জি জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মেডিক্যাল প্রতিনিধিদের উপস্থিতিতে সমস্ত সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা ।
এই আলোচনায় জুনিয়র চিকিৎসকদের ১৪ প্রতিনিধি উপস্থিত থাকবেন, এমনই প্রস্তাব দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। মুখ্যমন্ত্রীর নির্ধারিত স্থানেই এই বৈঠক করা হবে । আজই সাংবাদিক বিবৃতিতে এনআরএসে অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীকে পুনরায় আলোচনা করার আর্জি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, NRS Agitation