সেরে রাখুন প্ল্যানিং, সামনের উইকএন্ডে এই রাশির যৌনজীবন থাকবে তুঙ্গে

Last Updated:

এই সপ্তাহেই সেরে রাখুন আগাম সপ্তাহের প্ল্যানিং ৷ সারা সপ্তাহের দৌড়ঝাঁপের পর ছুটির দুটো দিন ৷

#কলকাতা : এই সপ্তাহেই সেরে রাখুন আগাম সপ্তাহের প্ল্যানিং ৷ সারা সপ্তাহের দৌড়ঝাঁপের পর ছুটির দুটো দিন ৷ শপিংয়ের প্ল্যানিং তো সেরে রাখেন তাহলে প্রেমের প্ল্যানিং সেরে রাখলেই বা মন্দ কী ৷
জানেন কী গ্রহ নক্ষত্রের বিচারে কোন কোন রাশির সামনের সপ্তাহান্তে তুঙ্গে থাকবে যৌন জীবন ৷ গ্রহের অবস্থান বদলে যখন আপনার ভাগ্য নিয়ন্ত্রিত হয়, তখন যৌন জীবনেই বা তার প্রভাব থাকবে না কেন ৷ বৃষরাশি -র জন্য সামনের সপ্তাহে -র ছুটিটা দারুণ ৷ চন্দ্র আপনার রোমান্টিক সম্পর্ককে চাঙ্গা করতে তুঙ্গে থাকবে ৷ এই মুহূর্তে যে আপনার জীবনসঙ্গী তাঁর জন্য সপ্তাহান্তের দিনটা একেবারে স্পেশাল হয়ে থাকবে ৷
advertisement
গল্প করুন হালকা মেজাজে ৷ আসলে কোনওভাবেই যেন ঝগড়ার পরিস্থিতির উদ্রেক হয় ৷ তাহলে গ্রহ-নক্ষত্ররা যে বিশেষ পরিস্থিতি তৈরি করে দিয়েছে আপনার চূড়ান্ত আনন্দের জন্য তা কিন্তু ভেঙে নষ্ট হয়ে যাবে ৷ চাঁদ  এদিন ধুনতে প্রবেশ করবে ৷ আর সূর্য প্রবেশ করবে সিংহতে ৷ যার ফলে আপনার পারিবারিক জীবন আলোকিত হয়ে পড়বে ৷
advertisement
advertisement
আপনার পার্টনারের সঙ্গে আবেগঘন মুহূর্ত কাটাতে আপনি বাধ্য ৷ বৃষরাশি দারুণ উইকএন্ড কাটানোর জন্য আপানার ধৈর্যটা একটু বাড়ান ৷ এই সপ্তাহে আর পার্টনারের সঙ্গে মনোমালিন্য বাড়তে দেবেন না ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সেরে রাখুন প্ল্যানিং, সামনের উইকএন্ডে এই রাশির যৌনজীবন থাকবে তুঙ্গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement