সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘কিকি চ্যালেঞ্জ’ ! দুর্ঘটনা এড়াতে ট্যুইটারে সতর্কবার্তা মুম্বই পুলিশের

Last Updated:
#মুম্বই: ‘কিকি চ্যালেঞ্জ’ ৷ সোশ্যাল মিডিয়ায় কিছু ছড়ানো মানেই এখন সেটা ভাইরাল ৷ সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু চ্যালেঞ্জ গেমও প্রায়শই দেখা যায় ৷ এমনই একটা নতুন ‘চ্যালেঞ্জ গেম’ এখন কিকি চ্যালেঞ্জ ৷ কী এই চ্যালেঞ্জ ? বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে কাউকে চলন্ত গাড়ি থেকে নেমে মিউজিকের তালে নেচে আবার গাড়ির সিটে গিয়ে বসতে ৷ গাড়িটিকে অবশ্যই চলন্ত অবস্থায় থাকতে হবে ৷ এখানেই উঠেছে প্রশ্ন ৷ কারণ এই চ্যালেঞ্জ খুব একটা ‘সেফ’ নয় বলেই মনে করছেন অধিকাংশ মানুষ ৷
ইতিমধ্যেই বিভিন্ন দেশের সেলিব্রিটিদের মধ্যে এই চ্যালেঞ্জ গ্রহণ করার হিড়িক পড়ে গিয়েছে ৷ হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ সম্প্রতি এই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন ৷ তাঁর কিকি চ্যালেঞ্জ ভাইরাল হওয়ার পরেই এখন গোটা বিশ্বেই কিকি চ্যালেঞ্জ জ্বরে ভুগছেন সাধারণ মানুষ থেকে সেলেব প্রত্যেকেই ৷
advertisement
advertisement
নোরা ফতেহি, নিয়া শর্মা, অদা শর্মা, করিশ্মা শর্মার মতো বলিউডের অভিনেত্রীদেরও দেখা গিয়েছে  এই চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করে ড্রেকের ‘ইন মাই ফিলিংস’ গানে ‘কিকি চ্যালেঞ্জ’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ৷ বাদ যাচ্ছেন না টলিউডের শিল্পীরাও ৷ মডেল-অভিনেত্রী দর্শনা বণিককেও সম্প্রতি দেখা গিয়েছে কিকি চ্যালেঞ্জকে ‘অ্যাক্সেপ্ট’ করতে ৷
advertisement
তবে কিকি চ্যালেঞ্জ গ্রহণ করে অনেকেই দুর্ঘটনায় পড়েছেন। বিদেশে এমন দুর্ঘটনার খবর এবং ছবি সামনে আসতেই নড়েচড়ে বসেছে এদেশের পুলিশ প্রশাসনও ৷ মুম্বই পুলিশের পক্ষ থেকে ট্যুইটারে পোস্ট করা হয়েছে,  এ ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করার মানে হচ্ছে নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলা। তাই এ ধরনের কাজ থেকে দূরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে ৷
advertisement
Mumbai Police KIKi Challenge
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘কিকি চ্যালেঞ্জ’ ! দুর্ঘটনা এড়াতে ট্যুইটারে সতর্কবার্তা মুম্বই পুলিশের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement