শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশের বিতর্ক ঘিরে বিজেপি-আরএসএসকে তোপ বিজয়নের

Last Updated:

ঋতুস্রাব চলাকালিন মহিলাদের অশুদ্ধ বলে মনে করা হত ৷ তাদের বাড়ির রান্নাঘরে ঢোকার অধিকার ছিল না সেই সময় ৷ কিন্তু এখন সময় বদলাচ্ছে ৷ চিরাচরিত নিয়মের ইতি হয়েছে ৷

#তিরুঅনন্তপুরম: যেকোনও বয়সের মেয়েরাই প্রবেশ করতে পারবেন শবরীমালা মন্দিরে ! কিন্তু তারপরও কি রাজ্যের সরকার রায়ের বিরোধিতা করবে ? সেই নিয়ে সামান্য দ্বিধা তৈরি হয় ৷ সেই সমস্ত জল্পনা তুড়ি মেরে উড়িয়ে সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন জানান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ কিন্তু কেরল সরকার সুপ্রিম কোর্টের রায় মেনে নিলেও পরিস্থিতি জটিল করার চেষ্টায় রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপি ৷ সোমবার সংবাদমাধ্যমের সামনে এমনই মন্তব্য করলেন কেরলের মুখ্যমন্ত্রী ৷
শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে নানা বিতর্ক প্রকাশ্যে আসে সুপ্রিম কোর্টের রায়ের পরই ৷ মন্দির কর্তৃপক্ষ এবং পুরোহিতরাও বেঁকে বসেন ৷ তবে, সমস্ত সমস্যা সমাধানের জন্য মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে স্থির করেন পিনারাই ৷ কিন্তু পিনারাইয়ের সঙ্গে বৈঠক করতেও নারাজ মন্দির কর্তৃপক্ষ ৷
advertisement
advertisement
পিনরাই বলেন, সমাজ এগোচ্ছে ৷ সময় বদলাচ্ছে ৷ সমস্ত রাজনৈতিক দলগুলিকেই এই পরিবর্তন মেনে নেওয়া উচিত ৷ একটা সময় ছিল যখন, ঋতুস্রাব চলাকালিন মহিলাদের অশুদ্ধ বলে মনে করা হত ৷ তাদের বাড়ির রান্নাঘরে ঢোকার অধিকার ছিল না সেই সময় ৷ কিন্তু এখন সময় বদলাচ্ছে ৷ চিরাচরিত নিয়মের ইতি হয়েছে ৷ মাসের ওই চারটে দিন এখন বাড়িতেই স্বাচ্ছন্দে থাকেন মহিলারা ৷ এমনকী, কাজেও বাইরে যান তারা ৷ তাহলে শবরীমালা মন্দিরে প্রবেশের ক্ষেত্রে এত বাধা কিসের ? প্রশ্ন তোলেন পিনারাই ৷
advertisement
শবরীমালা মন্দির নিয়ে বিতর্ক তৈরি হওয়ার ফলে বিজেপিকেই কাঠগড়ায় তোলেন পিনারাই ৷ বলেন, ‘বিজেপি দ্বিমুখী আচরণ করছে ৷ কারণ মহারাষ্ট্রে হাজি আলি দরগা-তে একটা সময় মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল ৷ কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়ে ওই দরগাতে এখন প্রবেশ করতে পারেন মহিলারা ৷ কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের কোনও বিরোধিতা করেনি মহারাষ্ট্রের বিজেপি শাসিত সরকার ৷ তাহলে শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশে সমস্যা কোথায় ?’
advertisement
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে ৷ বেশ কিছু ক্ষেত্রে মহিলারাও সামিল হয়েছেন সেই সমস্ত বিক্ষোভ মিছিলে !
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশের বিতর্ক ঘিরে বিজেপি-আরএসএসকে তোপ বিজয়নের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement