West Bengal Police SI Recruitment 2024: লোকসভার আগে রাজ্য পুলিশে বিপুল নিয়োগ, সরকারি চাকরির সুবর্ণ সুযোগ জানুন

Last Updated:

West Bengal Police SI Recruitment 2024: চলতি বছরের জানুয়ারি মাসে ১২ হাজার কনস্টেবল নিয়োগ করার কথা ঘোষণা করেছিল সরকার। এবার ৫২৯ জন সাব-ইন্সপেক্টর নিয়োগের কথা ঘোষণা হল।

পুলিশের চাকরির খবর
পুলিশের চাকরির খবর
কলকাতা: রাজ্য পুলিশে নিয়োগ করা হবে ৫২৯ জন সাব-ইন্সপেক্টর। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানাল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের ২০২টি থানায় তাঁদের পাঠানো হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ১২ হাজার কনস্টেবল নিয়োগ করার কথা ঘোষণা করেছিল সরকার। এবার ৫২৯ জন সাব-ইন্সপেক্টর নিয়োগের কথা ঘোষণা হল।
পশ্চিমবঙ্গের থানাগুলিকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হয়। সাধারণ থানা, বড় থানা এবং সাইবার ক্রাইম থানা। এই থানাগুলিকে আবার ৬টি পুলিশ কমিশনারেট এবং ২৮টি পুলিশ জেলায় ভাগ করা হয়। যাইহোক, এই তিন ধরনের থানাতেই নয়া নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, ১,০৫৮ জন নতুন এসআই নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সব দিক বিবেচনা করে ৫২৯ জন সাব-ইন্সপেক্টর নিয়োগের অনুমতি দিয়েছে রাজ্য সরকার।
advertisement
advertisement
রাজ্যে সাধারণ থানার সংখ্যাই সবচেয়ে বেশি। তাই স্বাভাবিক ভাবে সাধারণ থানাগুলিতেই সবচেয়ে বেশি নিয়োগ হবে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের সাধারণ থানাগুলিতে ৩৫৩ জন নতুন সাব-ইন্সপেক্টর নিয়োগ করবে সরকার।
advertisement
বড় থানা:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের বড় থানাগুলিতে ৫১ জন সাব-ইন্সপেক্টর নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মোট ৪০টি থানায় তাঁদের পাঠানো হবে।
সাইবার ক্রাইম থানা:
ডিজিটাল হচ্ছে দেশ। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধও। তারই মোকাবিলায় সাইবার ক্রাইম থানা খুলেছে রাজ্য পুলিশ। ২০১০ সালে প্রথম সাইবার ক্রাইম থানা আত্মপ্রকাশ করে রাজ্যে। বর্তমানে রাজ্যে ৩৪টি সাইবার ক্রাইম থানা রয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এই ৩৪টি থানায় ১২৫ জন নতুন সাব-ইন্সপেক্টর নিয়োগ করবে রাজ্য সরকার।
advertisement
সামনেই লোকসভা ভোট।
কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে প্রচার। ঝাঁপিয়ে পড়বে একাধিক রাজনৈতিক দল। মিটিং, মিছিল থেকে বড় সভা, বাদ যাবে না কিছুই। ফলে অতিরিক্ত পুলিশ কর্মী দরকার। তাছাড়া বেশ কিছু শূন্য পদও রয়েছে। সব দিক বিবেচনা করেই রাজ্য সরকার নতুন ৫২৯ জন সাব-ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
West Bengal Police SI Recruitment 2024: লোকসভার আগে রাজ্য পুলিশে বিপুল নিয়োগ, সরকারি চাকরির সুবর্ণ সুযোগ জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement