WB HS Exam 2024: উচ্চ মাধ্যমিকেও প্রশ্নপত্রের ছবি তুলে 'ভাইরাল', পরীক্ষা বাতিল অভিযুক্তের! কোথায়?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
WB HS Exam 2024: উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ছন্দপতন! প্রথম ভাষার প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার অভিযোগ ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে। পরীক্ষা বাতিল অভিযুক্ত পরীক্ষার্থীর।
কলকাতা: পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যেই এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল। উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ছন্দপতন! প্রথম ভাষার প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার অভিযোগ ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে। পরীক্ষা বাতিল অভিযুক্ত পরীক্ষার্থীর। উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার ঘটনা।
জানা গিয়েছে, মোবাইল ফোন পরীক্ষাকেন্দ্রে নিয়ে গিয়ে প্রশ্নপত্রের ছবি তুলতেই তা নজরে আসে সংসদ-এর। তড়িঘড়ি চিহ্নিত করে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের কাছে জবাবও তলব করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন: ববিকে বিয়ে ‘চরম ভুল’, নাম জড়ায় সোনু নিগমের সঙ্গেও! সুনিধি চৌহানের প্রেম জীবন এত কষ্টের? জানলে গায়ে কাঁটা দেবে
শুক্রবারই শুরু হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নির্দেশিকায় প্রথমেই জানানো হয়েছিল, মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ। এই দুটি ডিভাইস নিয়ে কোনওভাবেই উচ্চ মাধ্য়মিকের পরীক্ষাকেন্দ্রে যাওয়া যাবে না। সমস্ত ডিএসি মেম্বার, সেন্টার ইন চার্জ, সেন্টার সেক্রেটারিজ, ভেনু সুপারভাইজার, কাউন্সিল নমিনি, ইনভিজিলেটর সহ সংশ্লিষ্ট সকলের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। তারপরেও কীভাবে এমন ঘটনা তা খতিয়ে দেখবে সংসদ।
advertisement
advertisement
নির্দেশিকায় বলা হয়েছিল, কোনও পরিক্ষার্থী যদি মোবাইল ফোন নিয়ে ধরা পড়েন পরীক্ষাকেন্দ্রের ভেতর, ভেনু চত্বরে তবে তার গোটা পরীক্ষা বাতিল এক বছরের জন্য। বাকি দিনগুলিতে পরীক্ষা দিতে পারবেন না তিনি। মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি-সহ সেই ধরনের সমস্ত ডিভাইস নিষিদ্ধ পরীক্ষাকেন্দ্রে। এ বছরের মাধ্যমিক পরীক্ষাতেও একাধিক পরীক্ষা বাতিলের ঘটনা সামনে এসেছে। উচ্চ মাধ্যমিকেও সেই ‘অপরাধ’-এর ঘটনা বজায় থাকল।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 11:55 AM IST