IB Recruitment 2022: আপাতত স্থগিত রাখা হল ইন্টেলিজেন্স ব্যুরোর নিয়োগ, ফের কবে শুরু হবে আবেদন

Last Updated:

বিজ্ঞপ্তি অনুসারে, আবেদন শুরু হওয়ার কথা ছিল গত ৪ নভেম্বর, ২০২২ তারিখ থেকে। আর আবেদনের শেষ দিন ছিল ২৫ নভেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত।

#নয়াদিল্লি: সম্প্রতি ভারত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট/এগজিকিউটিভ ও মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল।
উল্লিখিত পদে প্রায় মোট ১৬৭১টি পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল। বিজ্ঞপ্তি অনুসারে, আবেদন শুরু হওয়ার কথা ছিল গত ৪ নভেম্বর, ২০২২ তারিখ থেকে। আর আবেদনের শেষ দিন ছিল ২৫ নভেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত। কিন্তু প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বিশেষ কিছু প্রযুক্তিগত কারণে এই নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে।
advertisement
advertisement
আইবি রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রতিষ্ঠানের তরফে আরও জানানো হয়েছিল যে, উল্লিখিত পদে আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের একই রাজ্যের বাসিন্দা হতে হবে, যার জন্য তাঁরা আবেদন করছেন। এ-ছাড়াও একই রাজ্যের যে কোনও একটি স্থানীয় ভাষা/উপভাষার জ্ঞান থাকতে হবে।
advertisement
নির্ধারিত যোগ্যতা থাকা আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে MHA.GOV.IN উপলব্ধ অনলাইন আবেদনপত্রের মাধ্যমে আবেদন করার সুযোগ ছিল।
প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা ধার্য করা হয়েছিল। আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে, এমনটাই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।
advertisement
আইবি রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া
সূত্রের খবর, প্রার্থীদের বাছাই করা হবে তিনটি প্রক্রিয়ার মাধ্যমে। টিয়ার-১, টিয়ার ২ এবং টিয়ার-৩। উভয় পদের জন্য টিয়ার ১-এর প্রশ্নপত্র একই হবে। এই পরীক্ষার জন্য মোট ১ ঘণ্টা সময় বরাদ্দ করা হবে এবং পরীক্ষায় সর্বোচ্চ ১০০ নম্বরের প্রশ্নপত্র থাকবে। পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল এবিলিটি, ইংরেজি ভাষার মতো বিষয়বস্তুর উপর সাজানো হবে প্রশ্নপত্র, এমনটাই জানানো হয়েছিল।
advertisement
বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। টিয়ার ১-এর পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রার্থীদের পরবর্তী ধাপে টিয়ার ২-এর জন্য ডাকার কথা ছিল।
তবে আপাতত প্রতিষ্ঠানের তরফে নিয়োগ স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, পরবর্তী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে তাঁরা যেন নিয়মিত প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
IB Recruitment 2022: আপাতত স্থগিত রাখা হল ইন্টেলিজেন্স ব্যুরোর নিয়োগ, ফের কবে শুরু হবে আবেদন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement