Ministry of Culture Recruitment 2022: মিনিস্ট্রি অফ কালচারে বিপুল নিয়োগ! আবেদন করুন এখনই
Last Updated:
প্রার্থীদের আগামী ৫ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি মিনিস্ট্রি অফ কালচারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মিনিস্ট্রিজ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া সেলে চুক্তিভিত্তিক কনসালটেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা মিনিস্ট্রি অফ কালচারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৫ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | মিনিস্ট্রি অফ কালচার |
পদের নাম: | চুক্তিভিত্তিক কনসালটেন্ট |
শূন্যপদের সংখ্যা: | ২ |
কাজের স্থান: | নয়াদিল্লি |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদনের তারিখ: | ০৫.১১.২০২২ |
advertisement
আবেদনের যোগ্যতা:
আন্ডার সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি বা সমমানের পদ থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এই পদে আবেদনের যোগ্য। এছাড়াও প্রার্থীদের ভাল কমিউনিকেশন স্কিলের যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং পাওয়ারপয়েন্টের জ্ঞান থাকতে হবে। অফিস পরিচালনার দক্ষতাও প্রার্থী নির্বাচনের অন্যতম মানদণ্ড ধরা হবে।
advertisement
বয়সসীমা:
প্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
মেয়াদকাল:
কনসালটেন্টের নিযুক্তি সম্পূর্ণরূপে চুক্তির ভিত্তিতে করা হবে। চুক্তির মেয়াদকাল নির্ণয়ে প্রতিষ্ঠানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
কাজের পরিধি:
নির্বাচিত প্রার্থীদের কাজ হবে ভারতীয় হাইকমিশন/দূতাবাস ইত্যাদির সঙ্গে ভাল যোগাযোগ রক্ষার স্বার্থে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া সেলের কার্যক্রমকে পরিপূর্ণ করে তোলা। ফেস্টিভ্যালের ফ্রেমওয়ার্ক তৈরি করা, পরিচালনা করা ইত্যাদিও কর্মসূচির অন্তর্ভুক্ত।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
Location :
First Published :
November 04, 2022 5:53 PM IST