অগ্নিবীর প্রকল্পে নিয়োগের সুবর্ণ সুযোগ! হাতছাড়া করবেন না কিন্তু
- Published by:Rachana Majumder
- hyperlocal
Last Updated:
সেনাবাহিনীতে চাকরি করার ইচ্ছে থাকলে আবেদন করতে পারবেন আপনিও
#নদিয়া: অগ্নিপথ প্রকল্প ঘোষণা হওয়ার পর বিক্ষোভের আগুনে ফুঁসেছিল দেশ। ভারতের নানা জায়াগায় যুব প্রজন্ম নেমেছিল রাস্তায়। আন্দোলনের জেরে একাধিক ট্রেন ও সরকারি সম্পত্তিতে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল। তাঁদের দাবি একটাই, সেনাবাহিনীতে চুক্তি ভিত্তিক নিয়োগ করা চলবে না।তবে সে সব এখন অতীত।
পরিসংখ্যান বলছে, অগ্নিপথ প্রকল্পে ‘অগ্নিবীর’দের নিয়োগ শুরু হলে রেকর্ড সংখ্যক মানুষ তাতে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ, চুক্তির ভিত্তিতেই হোক, মানুষ সেনাবাহিনীর চাকরি করতে ইচ্ছাপ্রকাশ করেছেন। বিক্ষোভের মধ্যে সেনার তরফে জানানো হয়েছিল, জুলাই মাস থেকে অগ্নিপথ প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু করা হবে। এ বার পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতেও এই প্রকল্পের জন্য নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে বলে জানাল সেনা। এ বিষয়ে একটি বিবৃতি দিয়ে ভারতীয় সেনা জানিয়েছে, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর অবধি অগ্নিপথ প্রকল্পে নিয়োগ চলবে। নদিয়ার কৃষ্ণনগরের ডিএল রায় মেমোরিয়াল স্টেডিয়ামে চলবে নিয়োগ।
advertisement
আরও পড়ুন- অনুব্রতহীন বীরভূমে কৌশল কী হবে? সংগঠন নিয়ে বিশেষ পরিকল্পনা তৃণমূলের
এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের বাসিন্দারা। কোন কোন মানদণ্ডগুলির উপর ভিত্তি করে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ যাবে, তা দেওয়া হয়েছে সেনার ওয়েবসাইটে। এছাড়াও এতে অংশগ্রহণ করতে গেলে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্যের জন্য www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।
advertisement
advertisement
নিয়োগ প্রক্রিয়া শুরুর ১৫ দিন আগে প্রার্থীদের ইমেইলের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, এই প্রক্রিয়াটি ১৬ নম্ভেম্বর থেকে ২৪ নভেম্বর অবধি হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণ বশত এটিকে পিছিয়ে ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
আরও পড়ুন- অনুব্রতহীন বীরভূমে কৌশল কী হবে? সংগঠন নিয়ে বিশেষ পরিকল্পনা তৃণমূলের
উল্লেখ্য, করোনা মহামারিক সময় অনেকেই হারিয়েছেন তাদের কাজ। অনেক ছেলে মেয়েরাই পড়াশোনা করে রয়েছেন বেকার। তাদের জন্যই এক সুবর্ণ সুযোগ নিয়ে এলো ইন্ডিয়ান আর্মি। দেরি না করে চটপট করে ফেলুন আবেদন। কে বলতে পারে, হয়তো ভাগ্যের চাকা আপনারই ঘুরতে চলেছে!
advertisement
Mainak Debnath
Location :
First Published :
November 25, 2022 10:40 AM IST