অনুব্রতহীন বীরভূমে কৌশল কী হবে? সংগঠন নিয়ে বিশেষ পরিকল্পনা তৃণমূলের
- Published by:Siddhartha Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
আজ সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আবীর ঘোষাল, বীরভূম: অনুব্রতহীন বীরভূমের সংগঠন নিয়ে বিশেষ পরিকল্পনা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ, শুক্রবার জেলার সমস্ত সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৩ টেয় তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করবেন অভিষেক। থাকার কথা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীরও ৷
বিগত কয়েক মাস ধরে, পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বৈঠক হয়নি বীরভূমের নেতৃত্বের সঙ্গে। তাই এবার অনুব্রতহীন বীরভূমের দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন অভিষেক। পঞ্চায়েত ভোটের প্রস্তুতির পাশাপাশি অনুব্রতর গ্রেফতারির পর থেকে জেলায় দলের পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আজ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক হবে। ডাকা হয়েছে বীরভূমের ১০ তৃণমূল বিধায়ককে। পাশাপাশি জেলার শাখা সংগঠনের নেতাদেরও ডাকা হয়েছে বলে খবর। বিধানসভা অধিবেশন চলছে ফলে বিধায়করা ইতিমধ্যে কলকাতায় আছেন। আজ সকালে শাখা সংগঠনের নেতারাও পৌঁছে গিয়েছেন বলে খবর।
advertisement
advertisement
সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর মধ্যে আবার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে জেলার ২ সাংসদ ও বিধায়কদের নিয়ে কোর কমিটি গড়েছে তৃণমূল। তাঁরা জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বৈঠক সারছেন। ইতিমধ্যেই দু’দফা আলোচনা করেছেন তাঁরা। ২৫ তারিখের বৈঠকের আগে গত রবিবার জেলা নেতৃত্ব বৈঠক করেছে। অভিষেকের সঙ্গে বৈঠকে কী কী প্রশ্ন উঠতে পারে, সংগঠন মজবুত করতে কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা করে নেওয়া হয়েছে। এর পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে ভোটার তালিকা নিয়ে প্রশাসনের সঙ্গে সংযোগ রক্ষার জন্য অভিজিৎ সিংহকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
advertisement
এ ছাড়া জনপ্রতিনিধিদের বিশেষ দায়িত্ব পালন করতে বলা হয়েছে। জনসংযোগ চালিয়ে যেতে বলা হয়েছিল। উল্লেখ্য, বীরভূমে ভোট হয় না বলে অভিযোগ করে বিরোধীরা। কিন্তু এবার জেলে থেকেও শান্তিতে ভোটপর্ব মেটানোর পরামর্শ দিয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তৃণমূল জেলা সভাপতির অনুপস্থিতিতে এবার বিরোধীরা প্ররোচনা, উসকানি দিতে পারে বলে আশঙ্কা। যার জেরে অশান্ত হতে পারে বীরভূম। এমন আশঙ্কাও রয়েছে। সেই কারণে বীরভূমে নিজেদের ভোট ধরে রাখতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 8:17 AM IST