Tata Memorial Recruitment 2023: টাটা মেমোরিয়াল সেন্টারের অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন লাখ টাকা, এখনই আবেদন করুন
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৯.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি টাটা মেমোরিয়াল সেন্টারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মেডিকেল এবং নন-মেডিকেল পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা টাটা মেমোরিয়াল সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
টাটা মেমোরিয়াল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৯.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
টাটা মেমোরিয়াল রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৫৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: টাটা মেমোরিয়াল সেন্টার
পদের নাম: মেডিকেল এবং নন-মেডিকেল
শূন্যপদের সংখ্যা: ৫৫
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
advertisement
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ১৯.০৫.২০২৩
টাটা মেমোরিয়াল রিক্রুটমেন্ট ২০২৩: পদ সংক্রান্ত তথ্য
মেডিকেল অফিসার ‘ই’ (ট্রান্সফিউশন মেডিসিন):
বয়সসীমা- ৪৫ বছর
বেতন- মাসিক ৭৮৮০০ টাকা
স্থান- টাটা মেমোরিয়াল হাসপাতাল, পারেল, মুম্বই।
মেডিকেল অফিসার ‘এফ’ (মেডিকেল অঙ্কোলজি ):
বয়সসীমা- ৫০ বছর
advertisement
বেতন- মাসিক ১২৩১০০ টাকা
স্থান- হোমি ভাবা ক্যানসার হসপিটাল ও রিসার্চ সেন্টার, ভাইজাগ
হোমি ভাবা ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র, মোল্লানপুর, পঞ্জাব
মেডিক্যাল অফিসার ‘ই’ (মেডিকেলঅঙ্কোলজি)
বয়সসীমা- ৪৫ বছর
বেতন- মাসিক ৭৮৮০০ টাকা
স্থান- টাটা মেমোরিয়াল হাসপাতাল, পারেল, মুম্বই
advertisement
হোমি ভাবা ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র, মোল্লানপুর, পঞ্জাব
মেডিক্যাল অফিসার ‘ই’ (মেডিকেল অঙ্কোলজি) (প্রাপ্তবয়স্ক হেমাটোলিম্ফয়েড)
বয়সসীমা- ৪৫ বছর
বেতন- মাসিক ৭৮৮০০ টাকা
স্থান- টাটা মেমোরিয়াল হাসপাতাল, পারেল, মুম্বই
হোমি ভাবা ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র, মোল্লানপুর, পঞ্জাব
advertisement
মেডিক্যাল অফিসার ‘ই’ (রেডিওডায়াগনোসিস)
বয়সসীমা- ৪৫ বছর
বেতন- মাসিক ৭৮৮০০ টাকা
স্থান- টাটা মেমোরিয়াল হাসপাতাল, পারেল, মুম্বই
হোমি ভাবা ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র, মোল্লানপুর, পঞ্জাব
মেডিকেল অফিসার ‘ডি’ (রেডিও ডায়াগনসিস)
বয়সসীমা- ৪০ বছর
বেতন- মাসিক ৬৭৭০০ টাকা
স্থান- হোমি ভাবা ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র, মোল্লানপুর, পঞ্জাব
মেডিকেল অফিসার ‘ই’, প্যাথলজি
advertisement
বয়সসীমা- ৪৫ বছর
বেতন- মাসিক ৭৮৮০০ টাকা
স্থান- হোমি ভাবা ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র, মোল্লানপুর, পঞ্জাব
ড. বি. বড়ুয়া ক্যানসার ইনস্টিটিউট, গুয়াহাটি (বিবিসিআই)
মেডিক্যাল অফিসার ‘ই’, (প্যালিয়েটিভ মেডিসিন)
বয়সসীমা- ৪৫ বছর
বেতন- মাসিক ৭৮৮০০ টাকা
স্থান- হোমি ভাবা ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র, মোল্লানপুর, পঞ্জাব
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 6:35 PM IST