সন্ধ্যা ৬টা-র আগেই শিক্ষক নিয়োগের উচ্চ প্রাথমিকের মেধা তালিকা, নয়া পদক্ষেপ SSC-র

Last Updated:

এতদিন এসএসসি এই নিয়মে প্যানেল বা মেধা তালিকা প্রকাশ করত না। নিয়োগ দুর্নীতির জেরেই কি এবার নিয়মে পরিবর্তন এসএসসি-র? উঠছে প্রশ্ন।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: উচ্চ প্রাথমিকের নিয়োগের মেধা তালিকা আজ সন্ধ্যা ৬টার আগেই প্রকাশ করছে এসএসসি। অন্তত তেমনটাই কমিশন সূত্রে খবর। তবে এবার প্যানেল বা মেধা তালিকা প্রকাশ হলেও পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জানার জন্য বড় পরিবর্তন আনল এসএসসি। এবার সবাই সবার রেজাল্ট জানতে পারবেন। অর্থাৎ আলাদা করে রোল নাম্বার দিয়ে ওয়েবসাইট থেকে নম্বর জানার বিষয় নয়, কারা প্যানেলে রয়েছেন বা কারা ওয়েটিং লিস্টে রয়েছেন বিস্তারিত তালিকায় দিয়ে দেওয়া হবে কমিশন এর ওয়েবসাইটে।
নিয়োগ দুর্নীতির জেরেই কি এই পরিবর্তন আনল স্কুল সার্ভিস কমিশন? অন্তত তেমনটাই প্রশ্ন উঠছে। এর আগে হাইকোর্টের নির্দেশে এসএসসির পক্ষ থেকে একাধিক মেধা তালিকা এই ভাবেই প্রকাশ করা হয়েছে। আর এবার সেই নিয়মকেই হাতিয়ার করল এসএসসি। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘‘উচ্চ প্রাথমিকের প্যানেল আমরা প্রকাশ আজ করছি। সবাই সবার রেজাল্ট জানতে পারবেন সেই রকম ভাবেই মেধা তালিকা প্রকাশ করা হবে।’’
advertisement
advertisement
প্রসঙ্গত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৪ সাল থেকে। ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদ রয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। হাইকোর্টের নির্দেশ মোতাবেক আজ অর্থাৎ বুধবার স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মেধা তালিকা বা প্যানেল প্রকাশ করতে চলেছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে উচ্চ প্রাথমিকের এই প্যানেলে বিভিন্ন তথ্য উল্লেখ করা থাকবে। অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন তার প্রাপ্ত নম্বর, টেটের প্রাপ্ত নম্বর-সহ বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও রোল নম্বরের সঙ্গে উল্লেখ করা থাকবে। সেক্ষেত্রে সেই প্রার্থীদের বিস্তারিত তথ্য সঠিক নাকি তাও প্রার্থীরা জেনে নিতে পারবেন প্রকাশিত প্যানেলের মাধ্যমে। দীর্ঘ আট বছরের বেশি সময়সীমা ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছে।
advertisement
এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একাধিকবার উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা আন্দোলন করেছেন। শহরের রাজপথে মিছিল থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছেও গিয়েছেন নিয়োগের দাবি নিয়ে। তবে বুধবার স্কুল সার্ভিস কমিশন প্যানেল প্রকাশ করলেও কবে থেকে প্রার্থীদের নিয়োগ পত্রের সুপারিশ বা প্রক্রিয়া শুরু করা হবে তা অবশ্য নির্ভর করবে হাইকোর্টের উপর বলেই কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শূন্য পদ সঠিকভাবে রয়েছে নাকি তা যাচাই করার প্রক্রিয়াও শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। প্রসঙ্গত ২০১৪ সাল থেকে প্রথম পর্যায়ে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও প্রথম পর্যায়ে উচ্চ প্রাথমিকের নিয়োগে প্যানেল ও প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।
advertisement
কিন্তু সেই প্যানেলে গরমিল ও অস্বচ্ছতার অভিযোগ নিয়ে হাইকোর্টে মামলা হলে হাইকোর্ট সেই মেধা তালিকা বাতিল করে দেয়। পরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেয় হাইকোর্ট। দ্বিতীয় দফায় ফের উচ্চ প্রাথমিকের নিয়োগের প্রক্রিয়া শুরু করে এসএসসি ২০২১ সাল থেকে। দ্বিতীয় পর্যায়ে ইন্টারভিউ নেওয়া হয় চাকরিপ্রার্থীদের। ইন্টারভিউ নেওয়ার পাশাপাশি যেসব চাকরি প্রার্থীদের অভিযোগ ছিল সেই অভিযোগগুলো নথিবদ্ধ করতে বলা হয়েছিল এসএসসি-কে। অবশেষে দীর্ঘ সময় পর এসএসসি হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের নিয়োগের মেধা তালিকা বা প্যানেল আজ প্রকাশ করতে চলেছে। সেক্ষেত্রে এসএসসি-র আধিকারিকরা মনে করছেন, এই প্যানেল প্রকাশের পর হাইকোর্ট যদি নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়, তাহলে পুজোর আগে আগেই স্কুলগুলিতে নয়া শিক্ষক শিক্ষিকা নিয়োগ সম্ভব হবে। তবে আপাতত আজকের এসএসসির পক্ষ থেকে প্যানেল বা মেধাতালিকা প্রকাশের দিকেই নজর চাকরিপ্রার্থীদের।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
সন্ধ্যা ৬টা-র আগেই শিক্ষক নিয়োগের উচ্চ প্রাথমিকের মেধা তালিকা, নয়া পদক্ষেপ SSC-র
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement