SBI Recruitment 2022|| স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ! জানুন বিস্তারিত
- Published by:Shubhagata Dey
Last Updated:
SBI Recruitment 2022: স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
#কলকাতা: সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (STATE BANK OF INDIA) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে SBI.CO.IN গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখঃ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩১ অগস্ট থেকে। প্রার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্লার্ক নিয়োগ, দেরি না করে আজই আবেদন করুন
শূন্যপদের সংখ্যাঃ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৯টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট স্পেশালিস্ট): ১১টি পদ
ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট স্পেশালিস্ট): ৫টি পদ
সিস্টেম অফিসার (স্পেশালিস্ট)-
i. ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর- ১টি পদ
advertisement
ii. অ্যাপ্লিকেশন অ্যাডমিনিস্ট্রেটর- ১টি পদ
iii. সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর – ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (STATE BANK OF INDIA) |
পদের নাম | স্পেশালিস্ট ক্যাডার অফিসার |
শূন্যপদের সংখ্যা | ১৯ |
কাজের স্থান | বিশদ দেখুন |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | ৩১.০৮.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২০.০৯.২০২২ |
advertisement
সরাসরি আবেদনের লিঙ্কঃ https://recruitment.bank.sbi/crpd-sco-2022-23-16/apply
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে জানুনঃ
আরও পড়ুনঃ মোটা মাইনে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে নিয়োগ, আজই আবেদন জমা দিন
আবেদনের যোগ্যতাঃ
ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট স্পেশালিস্ট): কম্পিউটার সায়েন্স/আইটি/ডেটা সায়েন্স/মেশিন লার্নিং এবং এআই-তে বি.টেক/এম.টেক/বি.ই. ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও এমবিএ/পিজিডিএম-সহ ফিনান্সে স্পেশালাইজেশন এবং এমএল/এআই/ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওয়েব ক্রলিং এবং নিউরাল নেটওয়ার্কের যে কোনও একটিতে সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে।
advertisement
ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট স্পেশালিস্ট): কম্পিউটার সায়েন্স/আইটি/ডেটা সায়েন্স/মেশিন লার্নিং এবং এআই-তে ৬০% নম্বর-সহ বি.টেক/এম.টেক/বি.ই. ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/আইটি/ডেটা সায়েন্স/মেশিন লার্নিং এবং এআই-তে বি.টেক/এম.টেক/বি.ই. ডিগ্রি থাকতে হবে।
আবেদন ফিঃ
জেনারেল/EWS/OBC প্রার্থীদের আবেদনের ফি এবং ইনটিমেশন চার্জ-সহ ৭৫০ টাকা দিতে হবে এবং SC/ST/PWD প্রার্থীদের জন্য কোনও ফি/ইনটিমেশন চার্জ নেই।
Location :
First Published :
September 15, 2022 6:43 PM IST