SBI Recruitment 2022|| স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্লার্ক নিয়োগ, দেরি না করে আজই আবেদন করুন

Last Updated:

SBI Recruitment 2022: প্রার্থীদের আগামী ৪ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#কলকাতাঃ সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখঃ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৪ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এ ছাড়াও এসবিআইয়ের তরফে ৫০০০ শূন্যপদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। আবেদনের শেষ দিন ২৭ সেপ্টেম্বর, ২০২২।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)
পদের নামক্লার্ক
শূন্যপদের সংখ্যাবিশদ দেখুন
কাজের স্থানভারত
কাজের ধরনবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৪.১০.২০২২
advertisement
পদটির জন্য আবেদনকারী প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যে সমস্ত প্রার্থীরা তাঁদের স্নাতকের শেষ বছরে বা সেমিস্টারে রয়েছেন তাঁরাও আবেদন করতে পারেন। পরবর্তীতে তাঁরা যদি নির্বাচিত হন তাহলে তাঁদের ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে স্নাতক পাসের ডকুমেন্ট ও সার্টিফিকেট উপস্থাপন করতে হবে।
advertisement
নোটিশের সম্পূর্ণ লিঙ্কঃ
বয়সসীমাঃ
১ অগাস্ট, ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
নির্বাচন পদ্ধতিঃ
নিয়োগ প্রক্রিয়া দুটি ধাপে পরিচালিত হবে। প্রথম ফেজ হল প্রিলিমিনারি পরীক্ষা এবং দ্বিতীয় ফেজ হল মেইন পরীক্ষা। পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য যোগ্য হতে প্রার্থীদের উভয় পরীক্ষাতেই পাস করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেইন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।
advertisement
প্রিলিমিনারি পরীক্ষায় ১০০টি প্রশ্ন রয়েছে এবং মোট ১০০ নম্বর রয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করার জন্য ১ ঘন্টা সময় পাবেন। প্রশ্নপত্র ইংরেজিতে করা হবে, পরীক্ষায় ইংরেজি ভাষার দক্ষতামূলক জ্ঞান, নিউমেরিক্যাল এবিলিটি ও রিজনিং এবিলিটি যাচাই করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
SBI Recruitment 2022|| স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্লার্ক নিয়োগ, দেরি না করে আজই আবেদন করুন
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement