Recruitment 2022: স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, আবেদন করুন আজই
Last Updated:
প্রার্থীদের আগামী ৭ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সার্কেল ভিত্তিক অফিসার পদে নিয়োগের জন্য মহিলা ও পুরুষ প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এসবিআই সিবিও রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৭ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এসবিআই সিবিও রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৪২২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ভোপাল: ১৭৫টি পদ
ভুবনেশ্বর: ১৭৫টি পদ
হায়দরাবাদ: ১৭৫টি পদ
জয়পুর: ২০০টি পদ
কলকাতা: ১৭৫টি পদ
মহারাষ্ট্র: ২০০টি পদ
advertisement
উত্তর-পূর্ব ভারত: ৩০০টি পদ
আরও পড়ুন: রোজ ডাল খাচ্ছেন? সাবধান ভয়ঙ্কর এই বিপদ হতে পারে!
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
পদের নাম: | সার্কেল ভিত্তিক অফিসার |
শূন্যপদের সংখ্যা: | ১৪২২ |
কাজের স্থান: | ভারত |
নির্বাচন পদ্ধতি: | প্রার্থীদের অনলাইন পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট এবং সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০৭-১১-২০২২ |
advertisement
এসবিআই সিবিও রিক্রুটমেন্ট ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি প্রদান: ১৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর, ২০২২ পর্যন্ত
অনলাইন পরীক্ষার জন্য কল লেটার ডাউনলোড করা যাবে: নভেম্বর/ডিসেম্বর, ২০২২ (অস্থায়ী তারিখ)
অনলাইন পরীক্ষা: ৪ ডিসেম্বর, ২০২২ (অস্থায়ী তারিখ)
এসবিআই সিবিও রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের অনলাইন পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট এবং সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে।
advertisement
এসবিআই সিবিও রিক্রুটমেন্ট ২০২২: বেতন
view commentsবর্তমানে প্রাথমিক (বেসিক) বেতন হবে ৩৬,০০০ টাকা, স্কেল- ৩৬০০০-১৪৯০/৭-৪৬৪৩০-১৭৪০/২-৪৯৯১০-১৯৯০/৭-৬৩৮৪০। অফিসাররা ডি.এ, আইচ.আর.এ, সি.সি.এ ও মেডিকেল অ্যালাওয়েন্স পাবেন। এর পরবর্তীতে প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে।
Location :
First Published :
October 28, 2022 6:06 PM IST