দীপাবলিতে স্বস্তি পেল কলকাতা, কিন্তু ঘনাচ্ছে বড় বিপদ! চিন্তায় পরিবেশবিদরা
- Published by:Raima Chakraborty
Last Updated:
ছট পুজোতেও দূষণের মাত্রা কম থাকুক। আশায় পরিবেশবিদরা৷
#কলকাতা: দীর্ঘদিন পরে দীপাবলিতে দিন রাতে শহরে বায়ুদূষণের মাত্রা নেই বললেই চলে৷ দীর্ঘদিন পরে এমন দূষণ মুক্ত উৎসবের আবহাওয়া পেয়ে খুশি পরিবেশবিদরা। বিগত কয়েক বছরে রাত ১০ টা বাজলেই দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে চিন্তায় থাকেন বয়স্ক ও শিশুদের অভিভাবকরা৷ এবারে অন্তত সেই অবস্থা থেকে মুক্তি মিলেছে বলে দাবি তাদের।
তবে দীপাবলির উৎসব মিটে গেলেও চিন্তা এবার ছট পুজো নিয়ে৷ ছট উৎসবে যাতে দূষণের মাত্রা ঠিক থাকে সেটা দেখতে চায় পরিবেশবিদরা৷
পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ জানিয়েছেন, 'বিগত কয়েক বছরের ইতিহাসে এমন আবহাওয়া আমরা দেখিনি৷ শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রিত না থাকলেও, বায়ু দূষণের মাত্রা একেবারেই ছিল নিয়ন্ত্রিত। এতে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকল। কিন্তু শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যায়নি। ছট পুজোর উৎসবে যাতে দূষণের মাত্রা ঠিক থাকে সেটাও দেখতে হবে।"
advertisement
advertisement
.আরও পড়ুন: উচ্চশিক্ষাস্থলে মহিলাদের নিরাপত্তায় বিশেষ নজর, নতুন গাইডলাইন ঘোষণা ইউজিসির
তাঁর মতে, "কালীপুজোর দিন ছিল সিত্রাংয়ের আশীর্বাদ। আর পরের দিন থেকে হল মানুষের সচেতনতার প্রকাশ৷ যা বিগত কয়েক বছরের ইতিহাসে দীপাবলিতে বায়ু দূষণ কম করল কলকাতায়। বাতাসে ভাসমান সূক্ষ্ম ও বড় ধূলিকণা অনেক কম। দূষণের মাত্রা গত বারের তুলনায় কম প্রায় ৪০%। বৃষ্টির কারণে কলকাতায় কমল বায়ু দূষণের মাত্রা। কালীপুজোর দিন থেকে গোটা দীপাবলি জুড়ে, শহরের সাত কেন্দ্রের রাত ৯টা থেকে রাত ১১টা অবধি পাওয়া রিপোর্ট বলছে, বিধাননগর - রাত ৯টা ৪১ রাত ১০টা ৪১ রাত ১১টা ৪১ (মাইক্রোগ্রাম) বালিগঞ্জ -রাত ৯টা - ৫২রাত ১০টা - ৫২ রাত ১১টা - ৫২ (মাইক্রোগ্রাম) যাদবপুর -রাত ৯'টা - ৪৬রাত ১০'টা - ৪৬রাত ১১'টা - ৪৬ (মাইক্রোগ্রাম)রবীন্দ্র সরোবর -রাত ৯'টা - ৪২রাত ১০'টা - ৪২রাত ১১'টা - ৪২ (মাইক্রোগ্রাম) রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় -রাত ৯'টা - ৫৭রাত ১০'টা - ৬১রাত ১১'টা - ৭৩ (মাইক্রোগ্রাম)ফোর্ট উইলিয়াম -রাত ৯'টা - ৩৫রাত ১০'টা - ৩৭রাত ১১'টা - ৩৭ (মাইক্রোগ্রাম)ভিক্টোরিয়া রাত ৯'টা - ৫৪রাত ১০'টা - ৪৮রাত ১১'টা - ৪৪ (মাইক্রোগ্রাম)।বায়ু দূষণ নিয়ে যে গড় মাত্রা এসেছে, তা অত্যন্ত আশা জাগিয়েছে এই শহরে।
advertisement
আরও পড়ুন: নদিয়ার বেথুয়াডহরিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, ২ শিশু-সহ মৃত্যু পাঁচজনের!
কিন্তু বায়ু দূষণ? পরিবেশকর্মীদের সংগঠন ‘সবুজ মঞ্চ’-এর সাধারণ সম্পাদক নব দত্ত বললেন, ‘‘শব্দবাজি নিয়ন্ত্রণে ডাহা ব্যর্থ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। যাঁরা শব্দবাজি বিক্রি করছেন বা যাঁরা তা কিনছেন এবং ফাটাচ্ছেন, তাঁদের উপরে যে প্রশাসনের বিন্দুমাত্রনিয়ন্ত্রণ নেই, সেটা স্পষ্ট। কালীপুজোয় হয়েছে, ছটপুজোতেও একই ঘটনার পুনরাবৃত্তি হবে বলে আশঙ্কা করছি আমরা।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2022 12:00 PM IST
