Jhargram News: স্বাস্থ্য দফতরের একাধিক অস্থায়ী পদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ 

Last Updated:

একাধিক পোস্টে কর্মী নিয়োগ ঝাড়গ্রামে

স্বাস্থ্য দফতরের একাধিক অস্থায়ী পদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ 
স্বাস্থ্য দফতরের একাধিক অস্থায়ী পদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ 
ঝাড়গ্রাম: স্বাস্থ্য দপ্তরের একাধিক পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। ইতিমধ্যেই অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে একাধিক পোস্টে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান), মাল্টি রিহাবিলেটেশন ওয়ার্কার, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, স্পেশাল মেডিকেল অফিসার (মেডিসিন), স্পেশালিস্ট মেডিকেল অফিসার(পেডিয়াট্রিক, জি অ্যান্ড ও, অফথালমোলজিস্ট,), কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান) এবং একাউন্টেন্ট (আয়ুশ) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১. ক্লিনিকাল সাইকোলজিস্ট
সংখ্যা: ২
advertisement
ক্যাটাগরি: ১ জেনারেল, ১ SC
বয়স: ৪০ বছরের মধ্যে
বেতন ক্রম: ৩০ হাজার টাকা
২. সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার
সংখ্যা: ১
ক্যাটাগরি:১ জেনারেল
বয়স: ৪০ বছরের মধ্যে
বেতন ক্রম: ৩০ হাজার টাকা
advertisement
৩. কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান)
সংখ্যা: ১
ক্যাটাগরি: ১ SC
বয়স: ২১- ৪০ বছরের মধ্যে
বেতন ক্রম: ১৩ হাজার টাকা
আবেদনকারীকে অবশ্যই ঝাড়গ্রামের বাসিন্দা হতে হবে।
৪. মাল্টি রিহাবিলিটেশন ওয়ার্কার
সংখ্যা: ১
ক্যাটাগরি: ১ SC
বয়স: ২১- ৪০ বছরের মধ্যে
বেতন ক্রম: ১৮ হাজার টাকা
৫. ব্লক পাবলিক হেলথ ম্যানেজার
advertisement
সংখ্যা: ১
ক্যাটাগরি: ১ SC
বয়স: ২১- ৪০ বছরের মধ্যে
বেতন ক্রম: ৩৫ হাজার টাকা
৬. স্পেশালিস্ট মেডিকেল অফিসার (মেডিসিন)
সংখ্যা: ১
ক্যাটাগরি:১ জেনারেল
বয়স: ৬২ বছরের মধ্যে
বেতন ক্রম: ৩ হাজার টাকা(প্রতিদিন), ডিউটি সপ্তাহে তিন দিন, প্রতিদিন তিন ঘন্টা করে
advertisement
৭. স্পেশালিস্ট মেডিকেল অফিসার (পিডিয়াট্রিক)
সংখ্যা: ১
ক্যাটাগরি: ১ জেনারেল
বয়স: ৬২ বছরের মধ্যে
বেতন ক্রম: ৩ হাজার টাকা(প্রতিদিন), ডিউটি সপ্তাহে তিন দিন, প্রতিদিন তিন ঘন্টা করে
৮. স্পেশালিস্ট মেডিকেল অফিসার (G & O)
সংখ্যা: ১
ক্যাটাগরি: ১ জেনারেল
বয়স: ৬২ বছরের মধ্যে
বেতন ক্রম: ৩ হাজার টাকা(প্রতিদিন), ডিউটি সপ্তাহে তিন দিন, প্রতিদিন তিন ঘন্টা করে
advertisement
৯. স্পেশালিস্ট মেডিকেল অফিসার (অপথ্যালমোলজিস্ট)
সংখ্যা: ১
ক্যাটাগরি: ১ জেনারেল
বয়স: ৬২ বছরের মধ্যে
বেতন ক্রম: ৩ হাজার টাকা(প্রতিদিন), ডিউটি সপ্তাহে তিন দিন, প্রতিদিন তিন ঘন্টা করে
১০ . কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান)
সংখ্যা: ১
ক্যাটাগরি: ১ SC
বয়স: ২১- ৪০ বছরের মধ্যে
বেতন ক্রম: ১৩ হাজার টাকা
আবেদনকারীকে অবশ্যই ঝাড়গ্রামের বাসিন্দা হতে হবে।
advertisement
১১. একাউন্টেন্ট (আয়ুস)
সংখ্যা: ১
ক্যাটাগরি: ১ জেনারেল
বয়স: অবসরপ্রাপ্ত রাজ্য সরকারের কর্মী
বেতন ক্রম: ১২ হাজার টাকা
আবেদন করার শেষ তারিখ ২০ আগস্ট ২০২৩।
অনলাইন মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদন ফি, জেনারেল:১০০ , সংরক্ষিত: ৫০
বিশদ জানতে, www.wbheath.gov.in ওয়েবসাইটে রিক্রুটমেন্ট ফলো করতে পারেন।
আবেদনকারীর ক্রাইটেরিয়া, পরীক্ষা পদ্ধতি সহ বিশদ তথ্যের জন্য ওয়েবসাইটটি ফলো করুন।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Jhargram News: স্বাস্থ্য দফতরের একাধিক অস্থায়ী পদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement