IBPS Clerk Recruitment 2023: শীঘ্রই মিলবে অ্যাডমিট! চলতি মাসে IBPS ক্লার্ক রিক্রুটমেন্টের পরীক্ষা, বিশদ জানুন

Last Updated:

IBPS Clerk Recruitment 2023: প্রথম পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে আগামী ২৬ এবং ২৭ অগাস্ট। আর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী ২ অক্টোবর।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল (আইবিপিএস)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চার হাজারেরও বেশি শূন্য পদে ক্লার্ক নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী আবেদনকারী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছিল। বর্তমানে আবেদনকারীরা অ্যাডমিট কার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এবার জানানো হচ্ছে যে, আইবিপিএস প্রিলিমস পরীক্ষা দু’টি ফেজ বা পর্যায়ে নেওয়া হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে আগামী ২৬ এবং ২৭ অগাস্ট। আর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী ২ অক্টোবর।
আইবিপিএস প্রিলিমস পরীক্ষার অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই পেয়ে যাবেন প্রার্থীরা। অ্যাডমিট কার্ড প্রকাশ করা হলে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ibps.in থেকেই তা ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডিরেক্ট লিঙ্কও অ্যাক্টিভেট করা হবে। যদিও এই অ্যাডমিট কার্ড কবে প্রকাশ করা হবে, তার তারিখ নির্দিষ্ট করে জানানো হয়নি এখনও।
সংবাদমাধ্যমের রিপোর্টে জানানো হয়েছে যে, আগামী ১৮ অগাস্ট অর্থাৎ চলতি সপ্তাহেই আইবিপিএস প্রিলিমস পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রার্থীদের নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বরের প্রয়োজন হবে।
advertisement
advertisement
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার উপায়
১. প্রথমেই আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে ibps.in যেতে হবে।
২. সেখানে গিয়ে অ্যাডমিট কার্ডের লিঙ্কে ক্লিক করতে হবে।
advertisement
৩. ব্যক্তিগত তথ্য জমা করতে হবে।
৪. এবার স্ক্রিনে ভেসে উঠবে অ্যাডমিট কার্ডটি।
৫. এর পর অ্যাডমিট কার্ডের একটি কপি ডাউনলোড করে নিতে হবে।
প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ রাউন্ডের পরে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এই আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট অভিযানে প্রায় ৪৫৪৫ পদ পূরণ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে এই মাসে এবং এর ফল প্রকাশিত হবে আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে। আর আইবিপিএস ক্লার্ক নিয়োগের মেইন পরীক্ষা নেওয়া হবে আগামী অক্টোবর মাসে। প্রসঙ্গত এই নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ২৮ জুলাই, ২০২৩ সালে। আর এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা ২০ বছর থেকে ২৮ বছর হওয়া আবশ্যক।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
IBPS Clerk Recruitment 2023: শীঘ্রই মিলবে অ্যাডমিট! চলতি মাসে IBPS ক্লার্ক রিক্রুটমেন্টের পরীক্ষা, বিশদ জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement