Chief Medical Officer of Health Recruitment 2022: উত্তর ২৪ পরগণায় স্টাফ নার্স, হেলথ অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদে নিয়োগ, জানুন
- Published by:Teesta Barman
Last Updated:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৭ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#কলকাতা: সম্প্রতি চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ, উত্তর ২৪ পরগণার (Chief Medical Officer of Health, North 24 Paraganas) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে উত্তর ২৪ পরগণায় স্টাফ নার্স, কমিউনিটি, হেলথ অ্যাসিস্ট্যান্ট, এমও ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ, উত্তর ২৪ পরগণার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Chief Medical Officer of Health Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৭ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। তবে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
বিজ্ঞপ্তি নং- CMOH/N24PGS/NHM/Rec./2022/8048
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://north24parganashealth.org/public/uploads/document-upload/16617513529915.pdf ক্লিক করে দেখতে পারেন।
প্রার্থীরা সরাসরি আবেদন করতে এখানে উপলব্ধ লিঙ্কে https://north24parganashealth.org/recruitment/88/login ক্লিক করতে পারেন।
Chief Medical Officer of Health Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে https://north24parganashealth.org যেতে হবে
advertisement
এরপর প্রার্থীদের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে হবে
প্রার্থীরা এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের তথ্য সহ আবেদনপত্রটি পূরণ করতে পারেন
আবেদনপত্র পূরণ করা হলে আবেদন ফি জমা দিতে হবে
আবেদনপত্র জমা দিতে হবে
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি সংরক্ষণ করে রাখতে পারেন
Chief Medical Officer of Health Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৭৮০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
Chief Medical Officer of Health Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
ফুলটাইম মেডিকেল অফিসার (NUHM) | ৪টি পদ |
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (NUHM) | ৩৬০টি পদ |
স্টাফ নার্স (NUHM) | ৭৪টি পদ |
মেডিকেল অফিসার | ৭৪টি পদ |
স্টাফ নার্স (UHWC) | ৭৪টি পদ |
স্টাফ নার্স (পলিক্লিনিক) | ১৪টি পদ |
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান) | ৭৪টি পদ |
ব্লক এপিডেমিওলজিস্ট | ২টি পদ |
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার | ২টি পদ |
ব্লক ডেটা ম্যানেজার | ২টি পদ |
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ, উত্তর ২৪ পরগণা (Chief Medical Officer of Health, North 24 Paraganas) |
পদের নাম | স্টাফ নার্স, কমিউনিটি, হেলথ অ্যাসিস্ট্যান্ট, এমও এবং অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ৭৮০ |
কাজের স্থান | উত্তর চব্বিশ পরগণা |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | আবেদনপত্র যাচাই করার পর প্রার্থীদের অ্যাকাডেমিক নম্বরের প্রাপ্যতার ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে এবং তার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে |
আবেদন শুরু | ০১.০৯.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৭.১০.২০২২ |
advertisement
Chief Medical Officer of Health Recruitment 2022: আবেদনের যোগ্যতা
ফুলটাইম মেডিকেল অফিসার (NUHM)- এমসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস এবং ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ
প্রার্থীদের পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে
তুলনামূলক উচ্চশিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
advertisement
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (NUHM)- ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স করা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে
বাংলা ভাষায় দক্ষ হতে হবে
উত্তর চব্বিশ পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে
স্টাফ নার্স (NUHM)- ভারতীয় নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম ট্রেনিং কোর্স সম্পন্ন হতে হবে
প্রার্থীদের ভারতীয় নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.এসসি নার্সিং ট্রেনিং সম্পন্ন করতে হবে
পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীনে প্রার্থীর বিশদ তথ্য রেজিস্ট্রেশন করা থাকতে হবে
স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে
মেডিকেল অফিসার- এমসিআই-স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এক বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সহ এমবিবিএস ডিগ্রি
WBMC-এর অধীনে রেজিস্ট্রেশন করা থাকতে হবে
তুলনামূল উচ্চতর যোগ্যতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে
স্টাফ নার্স (UHWC)- ভারতীয় নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল (বা) দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম ট্রেনিং কোর্স
ভারতীয় নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.এসসি নার্সিং ট্রেনিং
পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন করা থাকতে হবে
স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে
স্টাফ নার্স (পলিক্লিনিক)-ভারতীয় নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল (বা) দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম ট্রেনিং কোর্স
ভারতীয় নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.এসসি নার্সিং ট্রেনিং
পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন করা থাকতে হবে
স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান)- ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স পাস করতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম রেজিস্ট্রেশন করা থাকতে হবে
বাংলা ভাষায় দক্ষ হতে হবে
উত্তর চব্বিশ পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে
ব্লক এপিডেমিওলজিস্ট- লাইফ সায়েন্স/এপিডেমিওলজিতে এম.এসসি বা এমপিএইচ সহ বিএএমএস / বিএইচএমএস/ বিইউএমএস থাকতে হবে
এমএস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার- স্নাতকোত্তর ডিগ্রি সহ লাইফ সায়েন্সে বি.এসসি. বা ম্যানেজমেন্টে ডিপ্লোমা থাকতে হবে
এমএস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে
ব্লক ডেটা ম্যানেজার- যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে এক বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা থাকতে হবে
এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস ডেসিমাল এবং ইন্টারনেট অপারেটিং সিস্টেমের জ্ঞান থাকা দরকার
ইনফরমেশন রেকর্ডিং এবং ডেটা অ্যানালিসিসে যে কোনও সরকারি সেক্টরে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা বা বেসরকারি সেক্টরে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন
Chief Medical Officer of Health Recruitment 2022: বয়সসীমা
ফুলটাইম মেডিকেল অফিসার (NUHM) | বয়সের উর্দ্ধসীমা ৬২ বছর |
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (NUHM) | ২১ থেকে ৪০ বছর |
স্টাফ নার্স (NUHM) | বয়সের উর্দ্ধসীমা ৪০ বছর |
মেডিকেল অফিসার | বয়সের উর্দ্ধসীমা ৬২ বছর |
স্টাফ নার্স (UHWC), স্টাফ নার্স (পলিক্লিনিক) | বয়সের উর্দ্ধসীমা ৪০ বছর |
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান), ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার | ২১ থেকে ৪০ বছর |
Chief Medical Officer of Health Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীদের ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা যে কোনও অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। অসংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি এবং এসসি/ এসটি/ ওবিসি-এ/ ওবিসি-বি ক্যাটাগরির প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
Chief Medical Officer of Health Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
আবেদনপত্র যাচাই করার পর প্রার্থীদের অ্যাকাডেমিক নম্বরের প্রাপ্যতার ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে এবং তার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
ফুলটাইম মেডিকেল অফিসার (NUHM)- এমবিবিএসের অ্যাকাডেমিক মার্ক্স- ৮০+ পিজি ডিগ্রি- ১০+ পিজি ডিপ্লোমা- ১০+ অভিজ্ঞতা- ১০
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (NUHM)- কোয়ালিফাই পরীক্ষার ১০০ নম্বরের অ্যাকাডেমিক মার্ক্সের ভিত্তিতে
স্টাফ নার্স (NUHM)- কোয়ালিফাই পরীক্ষার ১০০ নম্বরের অ্যাকাডেমিক মার্ক্সের ভিত্তিতে
মেডিকেল অফিসার- এমবিবিএসের অ্যাকাডেমিক মার্ক্স- ৮০+ পিজি ডিগ্রি- ১০+ পিজি ডিপ্লোমা- ১০+ অভিজ্ঞতা- ১০
স্টাফ নার্স (UHWC)- কোয়ালিফাই পরীক্ষার ১০০ নম্বরের অ্যাকাডেমিক মার্ক্সের ভিত্তিতে
স্টাফ নার্স (পলিক্লিনিক)- কোয়ালিফাই পরীক্ষার ১০০ নম্বরের অ্যাকাডেমিক মার্ক্সের ভিত্তিতে
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান)- কোয়ালিফাই পরীক্ষার ১০০ নম্বরের অ্যাকাডেমিক মার্ক্সের ভিত্তিতে
ব্লক এপিডেমিওলজিস্ট- লাইফ সায়েন্স/এপিডেমিওলজিতে এম.এসসি বা এমপিএইচ সহ বিএএমএস / বিএইচএমএস/ বিইউএমএসতে ৫০% মার্ক্স + পিএইচডি/এমফিল ১০ + অভিজ্ঞতা ১০ + কম্পিউটার টেস্ট ১০ + ইন্টারভিউ ১০
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার- বি.এসসি ১০ + পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা ১০+ এম.এসসি ১০ + ২ বছরের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর + কম্পিউটার টেস্ট ১০+ ইন্টারভিউ ১০
ব্লক ডেটা ম্যানেজার- দশম শ্রেণি ৫% নম্বর+ দ্বাদশ শ্রেণি ১০%+ গ্র্যাজুয়েশন ১৫%+ কম্পিউটার টেস্ট ৫০%।
Location :
First Published :
September 08, 2022 2:15 PM IST