Preterm Birth Risk : সময়ের আগেই সন্তান ধারণের কথা ভাবছেন? শরীরে এই সমস্যা থাকলে হতে পারে ভয়ঙ্কর ফল
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Preterm Birth Risk : প্রিটার্ম বার্থ বা অকাল জন্মের জন্য বেশ কয়েকটি ঝুঁকির কারণ রয়েছে
সময়ের আগেই শিশুর জন্ম, বিষয়টি সবসময়ই দুশ্চিন্তার। সময়ের আগেই শিশুর জন্ম হলে তাঁদের বিকাশ হয় না। গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে যে বাচ্চার জন্ম হয়, তাঁকে প্রি-ম্যাচিওর বেবি বলে। প্রিটার্ম বার্থ বা অকাল জন্মের জন্য বেশ কয়েকটি ঝুঁকির কারণ রয়েছে। যেগুলিকে গবেষকরা এখনও শনাক্ত করতে পারেননি।
মহিলাদের অকাল প্রসব বা জন্মের জন্য উচ্চ ঝুঁকিতে রাখে নিম্নলিখিত কারণগুলি:
১) যে মহিলারা প্রসবের সময়ের আগে প্রসব করেছেন বা যাঁরা আগে প্রিটার্মpregn প্রসবের অভিজ্ঞতা পেয়েছেন, তাঁদের অকাল প্রসব এবং জন্মের জন্য উচ্চ ঝুঁকির থাকতে পারে
২) যমজ, ত্রিপল, বা আরও বেশি "একাধিক গর্ভাবস্থা" হলে উচ্চ ঝুঁকি থাকতে পারে। একটি সমীক্ষায় দেখা গেছে যে যমজ জন্মের সময় ৫০% ক্ষেত্রে এই ঝুঁকি থেকে যেতে পারে।
advertisement
advertisement
৩) প্রজনন অঙ্গের কিছু অস্বাভাবিকতা হলে অকাল প্রসব এবং জন্মের জন্য বেশি ঝুঁকিতে থাকে।
৪) অ্যামিনিয়া থাকলে হতে পারে এই সমস্যা।
advertisement
৫) উচ্চ রক্তচাপ এই ঝুঁকির কারণ হতে পারে।
৬) মূত্রনালীর সংক্রমণ বা UTI হলে সমস্যা বাড়ে।
৭) পেটে আঘাত বা প্ল্যাসেন্টার ক্ষতি হলে সমস্যা বাড়বে।
৮) IVF এর দ্বারা গর্ভধারণ করলেও সময়ের আগে প্রসবের সম্ভাবনা থাকে
৯) ধূমপান বা মাদকদ্রব্যে লিপ্ত হলে হবু মায়ের অনেক সমস্যা তৈরি হতে পারে।
১০) শারীরিক, যৌন বা মানসিক নির্যাতন হলে এই ঝুঁকি নেওয়াটা স্বাভাবিক।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2022 7:30 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Preterm Birth Risk : সময়ের আগেই সন্তান ধারণের কথা ভাবছেন? শরীরে এই সমস্যা থাকলে হতে পারে ভয়ঙ্কর ফল