Recruitment 2023: বেসরকারি সংস্থায় একাধিক পদে কর্মী নিয়োগ, হিন্দি জানলে আজই করুন আবেদন!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Recruitment 2023: বেসরকারী সংস্থায় বর্ধমান শাখায় কর্মসংস্থানের সুযোগ। নিজস্ব যোগ্যতার নিরিখে মিলবে চাকরি।
পূর্ব বর্ধমান: বড় সুযোগ রয়েছে পূর্ব বর্ধমান জেলায়। সামিউন অ্যাগ্রম্যারিন এল. এল. পি. নামক বেসরকারী সংস্থায় বর্ধমান শাখায় কর্মসংস্থানের সুযোগ। নিজস্ব যোগত্যার নিরিখে মিলবে চাকরি সেই সঙ্গে সামিউন অ্যাগ্রম্যারিন নামক এই বেসরকারী সংস্থার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং হিন্দি ও ইংরেজি ভাষায় অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার রয়েছে। একাধিক পদে বর্ধমান শাখায় কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা। এই মাসের ২৬ তারিখ পর্যন্ত সকলে আবেদন করতে পারবেন। এই বেসরকারী সংস্থায় নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগের অন্যান্য বিষয় সম্পর্কে নীচে দেওয়া হয়েছে।
নিয়োগ বোর্ড ও পদের নাম: সামিউন অ্যাগ্রম্যারিন এল. এল. পি. নামক বেসরকারী সংস্থায় রয়েছে চাকরির সুযোগ। (i) গ্রাফিক কম ব্র্যান্ডিং মার্কেটিং (ii) জেনারেল সেলস ম্যানেজার (iii) ব্রাঞ্চ ম্যানেজার (iv) সেলস ম্যানেজার (v) সেলস প্রোমোটার (vi)অ্যাসিস্ট্যান্ট কালটিভেশন ট্রেনার ( vii ) ফিল্ড ট্রেনার বা কাল্টিভেশন ট্রেনার( viii) অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সহ একাধিক পদে বর্ধমান শাখায় কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা ।
advertisement
advertisement
পদের নাম , শিক্ষাগত যোগ্যতা ও বেতন : ১) গ্রাফিক কাম ব্র্যান্ডিং মার্কেটিং, এই পদের জন্য মোট চার জনকে নেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত হতে গেলে ব্র্যান্ডিং মার্কেটিং এর ওপর দু বছরের অভিজ্ঞতার প্রয়োজন ।
দক্ষতা:- সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট কন্টেন্ট তৈরি করার ও সঙ্গে ব্র্যান্ডিং মার্কেটিং করার দক্ষতা থাকতে হবে। এই পদের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে 9500 টাকা থেকে ১১০০০ টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইন্সেন্টিভ দেওয়া হবে।
advertisement
২) জেনারেল সেলস ম্যানেজার , এই পদের জন্য মোট ২ জনকে নেওয়া হবে পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। শুধুমাত্র যাদের কম করে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য এপ্লাই করতে পারবেন ।
advertisement
দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায় প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৫০০০ থেকে ২৮০০০ টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইন্সেন্টিভ দেওয়া হবে ।
৩) ব্রাঞ্চ ম্যানেজার, এই পদের জন্য মোট একজনকে নেওয়া হবে । পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য এপ্লাই করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। শুধুমাত্র যাদের কম করে দু’বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য এপ্লাই করতে পারবেন।
advertisement
দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায়। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২০০০০থেকে ২২৫০০ টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
৪) সেলস ম্যানেজার, এই পদের জন্য মোট চারজনকে নেয়া হবে। পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য এপ্লাই করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। শুধুমাত্র যাদের এক থেকে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য এপ্লাই করতে পারবেন।
advertisement
দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায়। প্রতি মাসে বেতন দেয়া হবে ১৮৫০০ টাকা থেকে ২১৫০০ টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেন্টিভ দেওয়া হবে।
৫) অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার , এই পদের জন্য মোট ১৬ জনকে নেয়া হবে পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য এপ্লাই করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস । শুধুমাত্র যাদের এক থেকে দুই বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য এপ্লাই করতে পারবেন।
advertisement
দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায় প্রতি মাসে বেতন দেওয়া হবে ১২৫০০ টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইন্সেন্টিভ দেওয়া হবে।
৬) সেলস প্রোমোটার, এই পদের জন্য মোট ১২৮ জনকে নেয়া হবে পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য apply করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস । অভিজ্ঞ এবং যারা একদম নতুন উভয়ই এই পদের জন্য এপ্লাই করতে পারবেন ।
দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো আঞ্চলিক ভাষায়। যেমন, (অসমীয়া ,বাংলা, গুজরাটি ,মারাঠি, ওড়িয়া ,তামিল) প্রতি মাসে বেতন দেয়া হবে ৮৫০০ টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে ।
৭) অ্যাসিস্ট্যান্ট কালটিভেশন ট্রেনার , এই পদের জন্য মোট চারজনকে নেয়া হবে। পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য এপ্লাই করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র স্নাতক পাস। এক থেকে দু বছরের অভিজ্ঞতা থাকলে তবেই এই পদের জন্য এপ্লাই করতে পারবেন।
দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটো আঞ্চলিক ভাষায়। প্রতি মাসে বেতন দেয়া হবে ১৩৫০০ টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইন্সেন্টিভ দেওয়া হবে ।
৮) ফিল্ড ট্রেনার বা কাল্টিভেশন ট্রেনার, এই পদের জন্য মোট ১৬জনকে নেয়া হবে ।পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য এপ্লাই করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস বা স্নাতক পাস। 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকলে তবেই এই পদের জন্য এপ্লাই করতে পারবেন ।
দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে হবে হিন্দি ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায়। প্রতি মাসে বেতন দেয়া হবে 9600 টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেন্টিভ দেয়া হবে ।
এই সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ অবধি অর্থাৎ ২৬ শে সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার পর্যন্ত পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন। ইন্টারভিউ এর মাধ্যমে সকলকে নির্দিষ্ট পদের জন্য নির্বাচন করা হবে ইন্টারভিউ নেওয়া হবে 27 সেপ্টেম্বর বুধবার এবং ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার।
ঠিকানা:- SAMIUN AGROMARINE LLP, 1st Floor, 42/2, khudiram pally Street, nazrulpally, near City hotel more bus Stop, post and p.s. – Burdwan,purba Bardhaman, West Bengal,713101 , INDIA
CV সিভি পাঠান অথবা সরাসরি যোগাযোগ করুন :- 7557830263 এই নম্বরে ।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2023 1:52 PM IST