Primary Teachers Recruitment: সপ্তম পর্যায়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, শিক্ষক নিয়োগে আরও তোড়জোড় সংসদের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Uddalak B
Last Updated:
Primary Teachers Recruitment: পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই গোটা ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই সূত্রের খবর।
কলকাতা: প্রাথমিকের শিক্ষক নিয়োগে আরও তোড়জোড় প্রাথমিক শিক্ষা সংসদের। এ বার সপ্তম পর্যায় ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৩ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত হবে সপ্তম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া। মূলত বীরভূম জেলার আবেদনকারী চাকরিপ্রার্থীদের নেওয়া হবে সপ্তম পর্যায়ের ইন্টারভিউ।
আরও পড়ুন, বাংলা ভাষায় প্রথমে কোন শব্দ শিখতে হবে! রাজ্যপালকে উপদেশ দিলেন কুণাল
পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই গোটা ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই সূত্রের খবর। তার জন্যই ইন্টারভিউ নেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যাও বাড়ানো হয়েছে বলে এই সূত্রের খবর। ৩০ মার্চের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া বেশিরভাগ অংশ শেষ করতে চায় পর্ষদ বলেই সূত্রের খবর।
advertisement
advertisement
প্রাথমিক নিয়োগের সমস্ত প্রক্রিয়াই দ্রুত শেষ করতে চাইছে রাজ্য সরকার৷ এ বারে প্রথম থেকেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অত্যন্ত সতর্ক রয়েছে রাজ্য সরকার৷ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সাবধানী রয়েছে রাজ্যসরকার৷ তার মধ্যেই একে পর ধাপে চলছে ইন্টারভিউ প্রক্রিয়া৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2023 10:41 PM IST









