Primary Teacher Recruitment: আবারও জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে ভুয়ো নিয়োগপত্র! উদ্বিগ্ন প্রাথমিক শিক্ষা সংসদ

Last Updated:

Primary Teacher Recruitment: ২০০৯ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ভুয়ো নিয়োগপত্র উদ্ধার ঘিরে উদ্বিগ্ন দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়েছিল দুটি ভুয়ো নিয়োগপত্র।

+
ডিপিএসি

ডিপিএসি ভবন

দক্ষিণ ২৪ পরগণা: ২০০৯ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ভুয়ো নিয়োগপত্র উদ্ধার ঘিরে উদ্বিগ্ন দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়েছিল দুটি ভুয়ো নিয়োগপত্র। সেই নিয়োগপত্র হাতে পেতেই তড়িঘড়ি তদন্তে নেমেছে দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।
গত অক্টোবর মাসের শেষের দিকে বাসন্তী, সোনারপুর ও পাথরপ্রতিমায় মোট চারজন চাকরিপ্রার্থীর ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিয়েছিলেন। সেই সময়ই বিষয়টি ধরা পড়ে। এরপর ডায়মন্ড হারবার, বারুইপুর ও সুন্দরবন পুলিশ জেলার এসপির কাছে তদন্তের আবেদন জানায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আবারও জেলায় ভুয়ো নিয়োগপত্র ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন খোদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কর্মকর্তারাই৷
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০০৯ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের ১৮৩৪ জনের মধ্যে প্রথম ধাপে ১৫০৬ জনের তালিকা প্রকাশ করে নিয়োগপত্র তুলে দিয়েছিল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। কিন্তু চাকরিপ্রার্থীদের আন্দোলনের পর গত ৬ ফেব্রুয়ারি ১৮৩৪ জনের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করা হয়। সেই সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া চলার মধ্যেই আবার ভুয়ো নিয়োগপত্র প্রকাশ্যে চলে এল।
advertisement
চেয়ারম্যান অজিত কুমার নায়েক বলেন, “ডায়মন্ড হারবার পোস্ট অফিস থেকেই এই নিয়োগপত্র দুটি পাঠানো হয় সাগরের দুই চাকরি পরীক্ষার্থীকে। নিয়োগপত্রের এনভেলপ, এমনকি আমার স্বাক্ষরও নকল করা হয়েছে ভুয়ো নিয়োগপত্র দুটিতে। তদন্তের জন্য সংসদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।”
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/চাকরি/
Primary Teacher Recruitment: আবারও জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে ভুয়ো নিয়োগপত্র! উদ্বিগ্ন প্রাথমিক শিক্ষা সংসদ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement