North 24 Parganas News: গ্রামের ছেলে-মেয়েদের বিয়ের বাঁচাতে যা করলেন বিধায়ক! শুনলে অবাক হয়ে যাবেন

Last Updated:

North 24 Parganas News: রাস্তা খারাপের জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছিল না, এমনটাই অভিযোগ ছিল বাসিন্দাদের। বিধায়ক নিলেন বিশেষ উদ্যোগ।

+
ছেলেমেয়েদের

ছেলেমেয়েদের বিয়ের সমস্যার মিলল সমাধান

উত্তর ২৪ পরগণা: রাস্তা খারাপের জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছিল না, এমনটাই অভিযোগ ছিল বাসিন্দাদের। গত বছর ‘দিদির দূত’ কর্মসূচিতে বাগদার কনিয়াড়া ১ গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া গ্রামে গিয়েছিলেন বাগদার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। গ্রামে গিয়ে বেহাল রাস্তা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।
সে সময় থেকে গ্রামবাসীদের অভিযোগ ছিল রাস্তার জন্য এলাকার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। কয়েক দশক ধরে এই রাস্তার বেহাল দশার জন্য নানা সমস্যায় ভুগছিলেন বাসিন্দারা। বিশ্বজিৎ বাবু সে সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা করে দেওয়ার। অবশেষে ছয় কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য বরাদ্দ হয়েছে দু কোটি টাকা।
advertisement
advertisement
অবশেষে রাস্তার বেহাল দশা বদলাতে চলেছে। আর তাই উচ্ছ্বাস গ্রামবাসীদের। বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক বিশ্বজিৎ দাস কে। বিষয়টি নিয়ে বিশ্বজিৎ বাবু বলেন, “স্বাধীনতার পর থেকে ওই রাস্তা বেহাল অবস্থায় ছিল। আমি নিজে গিয়ে রাস্তাটি দেখে এসেছিলাম। মুখ্যমন্ত্রীকে জানানোর পর তিনি এই রাস্তার জন্য টাকা বরাদ্দ করেছেন। রাস্তা সংস্কার হলেই আর এলাকার ছেলে মেয়েদের বিয়ের জন্য কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। পাশাপাশি চিকিৎসা ও প্রয়োজনের কারণে যাতায়াতের ক্ষেত্রেও আর সমস্যার সৃষ্টি হবে না।” সব মিলিয়ে খুশি এলাকার মানুষজন।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: গ্রামের ছেলে-মেয়েদের বিয়ের বাঁচাতে যা করলেন বিধায়ক! শুনলে অবাক হয়ে যাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement