Primary Teacher Recruitment: প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় 'বিলম্ব' আশঙ্কা? রাজ্যের রিপোর্ট তলব আদালতের
- Reported by:ARNAB HAZRA
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Primary Teacher Recruitment: পার্শ্বশিক্ষক সংক্রান্ত মামলায় প্রাথমিক 'নিয়োগ' নিয়ে এবার রিপোর্ট তলব করল আদালত। নিয়োগ প্রক্রিয়ার স্ট্যাটাস রিপোর্ট তলব করল হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চ।
#কলকাতা: পার্শ্বশিক্ষক সংক্রান্ত মামলায় প্রাথমিক 'নিয়োগ' নিয়ে এবার রিপোর্ট তলব করল আদালত। নিয়োগ প্রক্রিয়ার স্ট্যাটাস রিপোর্ট তলব করল হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চ। ১০ জানুয়ারির মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করল আদালত এই মামলায়। এরপরই প্রাথমিক বোর্ড জানিয়ে দেয় ১০ জানুয়ারি পর্যন্ত কোনও চূড়ান্ত নিয়োগ পদক্ষেপ নয়। বোর্ডের আশ্বাসে নিয়োগ প্রলম্বিত হওয়ার শঙ্কা।
প্রসঙ্গত, ২১ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন প্রাথমিক ও উচ্চপ্রাথমিক উভয় পার্শ্বশিক্ষকরা প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কিছু পরীক্ষার্থী ডিভিশন বেঞ্চে মামলা করেন আজ। তারই পরিপ্রেক্ষিতে সোমবার রিপোর্ট তলব করল আদালত।
advertisement
advertisement
এদিকে প্রাথমিকের নিয়োগ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। তার আগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। নিয়োগে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের প্যারা টিচারদের সুবিধা দিয়েছিল একক বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে মামলা করেন কয়েকজন প্রার্থী। সোমবার সেই মামলার শুনানি হয়। এদিন আদালত জানিয়ে দিল, আপাতত প্রাথমিকে নিয়োগে হস্তক্ষেপ নয়। তবে পার্শ্বশিক্ষক সংক্রান্ত মামলায় প্রাথমিক ‘নিয়োগ’ রিপোর্ট তলব করা হয়। এদিন নিয়োগ প্রক্রিয়ার স্টেটাস রিপোর্ট তলব করেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ। আগামী ১০ জানুয়ারি রাজ্যের কাছে এই রিপোর্ট তলব করা হয়েছে।
view commentsঅর্ণব হাজরা
Location :
First Published :
Dec 26, 2022 5:36 PM IST








