নিজের 'গড়ে' পুলিশি হেফাজতে 'বাঘ'! অনুব্রতর খাস তালুকে শুভেন্দুর সভা ঘিরে পারদ তুঙ্গে
- Published by:Sanjukta Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে গত সপ্তাহেই পৃথক একটি মামলায় তাকে গ্রেফতার করে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। যদিও এই গ্রেফতারি নিয়ে একাধিক প্রশ্ন।
#কলকাতা : আগামিকাল, মঙ্গলবার অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূমের নলহাটিতে সভা করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবাস যোজনায় দুর্নীতি, ১০০ দিনের কাজে বেনিয়ম-সহ শাসক দলের নেতাদের একাধিক দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে নলহাটির হরিপ্রসাদ হাই স্কুল ময়দানে সভার আয়োজন করেছে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা। সভাকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে গত সপ্তাহেই পৃথক একটি মামলায় তাকে গ্রেফতার করে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। যদিও এই গ্রেফতারি নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। বিরোধীরা বিশেষ করে বিজেপি বলতে শুরু করেছে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া আটকাতেই কৌশলগতভাবে অনুব্রত মণ্ডলকে পুরনো একটি মামলায় আচমকা আদালতে পেশ করা হয়। অনুব্রত মণ্ডল ঠিক যখন বীরভূম জেলার দুবরাজপুরে পুলিশি হেফাজতে রয়েছেন ঠিক তখনই শুভেন্দু অধিকারীর সেই জেলাতেই মঙ্গলবারের রাজনৈতিক কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
advertisement
এদিন অনুব্রত মণ্ডলের খাস তালুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে 'অনুব্রতহীন' বীরভূমে রাজনৈতিক চাপ তৈরির কৌশল নিচ্ছে গেরুয়া শিবির। অনুব্রতর খাস তালুকে এর আগেও সভা, মিছিলের পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ প্রথম সারির পদ্ম শিবিরের নেতারা।
advertisement
advertisement
'অনুব্রতহীন' বীরভূমের কার্যত দখল নিতে মরিয়া বিজেপি। দলীয় কর্মীদের চাঙ্গা করতেই ফের মঙ্গলবার রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনুব্রত কাণ্ডে মোড় ঘুরছে প্রতিনিয়ত৷ কত টাকার সম্পত্তি রয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের? বেনামে কত কোটি কোটি টাকা রয়েছে দাপুটে নেতার? গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে একদিকে যখন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্ত শুরু করেছে ইডিও। ঠিক তখনই নিজেদের সংগঠনকে মজবুত করতে পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলা জুড়ে ঘর গুছোতে উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি।
advertisement
বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছে, ‘খেলা হবে’। দলের মিছিলে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদেরও এই শব্দবন্ধ স্লোগান হিসাবে ব্যবহার করতে দেখা গিয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবার সেই অনুব্রত মণ্ডলের বীরভূমের রাজনীতির ময়দানে বিশেষ নজর দিচ্ছে গেরুয়া শিবির।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 26, 2022 4:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নিজের 'গড়ে' পুলিশি হেফাজতে 'বাঘ'! অনুব্রতর খাস তালুকে শুভেন্দুর সভা ঘিরে পারদ তুঙ্গে