Post Office Recruitment 2023: ডাকবিভাগে ৫৮টি শূন্যপদে নিয়োগ, দেখে নিন কী ভাবে করা যাবে আবেদন

Last Updated:

প্রার্থীদের আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখ বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে।

ডাকবিভাগে ৫৮টি শূন্যপদে নিয়োগ, দেখে নিন কী ভাবে করা যাবে আবেদন
ডাকবিভাগে ৫৮টি শূন্যপদে নিয়োগ, দেখে নিন কী ভাবে করা যাবে আবেদন
নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় ডাকবিভাগ, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন-গেজেটেড, নন-মিনিস্ট্রিয়াল বিভাগে গাড়ির চালক পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা ডাকবিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ভারতীয় ডাকবিভাগে নিয়োগ ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে অফলাইন আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখ বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement

ভারতীয় ডাকবিভাগে নিয়োগ ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

ভারতীয় ডাকবিভাগে নিয়োগ ২০২৩-এর বিজ্ঞপ্তিতে মোট ৫৮টি শূন্যপদের জন্য জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন-গেজেটেড, নন-মিনিস্ট্রিয়াল বিভাগে গাড়ির চালক পদে ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদন আমন্ত্রণ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement

ভারতীয় ডাকবিভাগে নিয়োগ ২০২৩: বেতন

ভারতীয় ডাকবিভাগে নিয়োগ ২০২৩-এর বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, এই পদের বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকার মধ্য (অন্যান্য ভাতা অতিরিক্ত)।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাভারতীয় ডাকবিভাগ
পদের নামবিশদ দেখুন
শূন্যপদের সংখ্যা৫৮
কাজের স্থানচেন্নাই
নির্বাচন পদ্ধতিনির্বাচন পদ্ধতি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ৩১.০৩.২০২৩
advertisement

ভারতীয় ডাকবিভাগে নিয়োগ ২০২৩: যোগ্যতা

গাড়ির চালক পদে আবেদনকারী প্রার্থীদের হালকা ও ভারী মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, মোটর মেকানিজমের জ্ঞান এবং কমপক্ষে তিন বছরের জন্য হালকা ও ভারী মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দশম উত্তীর্ণ হতে হবে।
advertisement
হোম গার্ড বা সিভিল ভলান্টিয়ার হিসাবে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকা কাম্য।

ভারতীয় ডাকবিভাগে নিয়োগ ২০২৩: বয়সসীমা

চেন্নাই তামিলনাড়ু সার্কেলে গাড়ি চালক (সাধারণ গ্রেড) পদের জন্য বয়স সীমা মানদণ্ড নিম্নরূপ:
advertisement
অসংরক্ষিত এবং অর্থনৈতিক ভাবে দুর্বল বিভাগের প্রার্থীদের জন্য, বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর।
তফসিলি জাতি, উপজাতি বিভাগের প্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমায় পাঁচ বছরের শিথিলতা রয়েছে।
অন্যান্য অনগ্রসর শ্রেণি বিভাগের প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় তিন বছরের শিথিলতা রয়েছে।
এছাড়াও, যেসব প্রার্থী ইতিমধ্যেই সরকারি কর্মী হিসাবে কাজ করছেন তাঁদের সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা নির্দেশিকা অনুসারে।
advertisement
প্রাক্তন সেনাদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় সর্বোচ্চ তিন বছর ছাড় দেওয়া হয়েছে। তফসিলি জাতি, উপজাতিদের প্রার্থীদের জন্য ৮ বছর (৩+৫) এবং ওবিসি প্রার্থীদের জন্য ৬ বছর (৩+৩) পর্যন্ত শিথিল করা হয়েছে।

ভারতীয় ডাকবিভাগে নিয়োগ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া

নির্দিষ্ট পাঠ্যক্রমের উপর পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। মেধা তালিকার ভিত্তিতে শূন্যপদ পূরণ করা হবে।

ভারতীয় ডাকবিভাগে নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া

যোগ্য প্রার্থীরা অনলাইন নির্ধারিত ফরম্যাটে আবেদন ফর্ম পূরণ করে পাঠাবেন এই ঠিকানায়—
Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, Chennai 600 006. শুধুমাত্র স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেই আবেদন পাঠাতে হবে। তা আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ বিকেল ৫টার মধ্যে গিয়ে পৌঁছতে হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথি সংযুক্ত করতে হবে।
বাংলা খবর/ খবর/চাকরি/
Post Office Recruitment 2023: ডাকবিভাগে ৫৮টি শূন্যপদে নিয়োগ, দেখে নিন কী ভাবে করা যাবে আবেদন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement