ONGC Recruitment 2023: আপনি কি অবসরপ্রাপ্ত? কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির দারুণ সুযোগ রয়েছে! জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ONGC Recruitment 2023: গত ১৫ মার্চ, ২০২৩ তারিখ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে অনলাইনে কিংবা অফলাইনে আবেদনপত্র পাঠাতে পারেন প্রার্থীরা।
নয়াদিল্লি: সম্প্রতি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সারফেস টিমে জুনিয়র কনসালটেন্ট পদে নিয়োগের জন্য প্রোডাকশন/ ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত ওএনজিসি একজিকিউটিভদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ, ২০২৩ তারিখ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে অনলাইনে কিংবা অফলাইনে আবেদনপত্র পাঠাতে পারেন প্রার্থীরা। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: রাজ্যে সরকারি চাকরির বিরাট সুযোগ, মন্ত্রিসভায় ঘোষণা মমতার! পাহাড় থেকে সমতল, সুযোগ সর্বত্রই
advertisement
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীরা আবেদন ফর্ম পূরণ করে তার স্ক্যান করা কপি পাঠাতে পারেন এই ঠিকানায় GUPTASOURAV@ONGC.CO.IN অথবা METHANISUNNY@ONGC.CO.IN। এ-ছাড়াও সমস্ত গুরুত্বপূর্ণ নথি-সহ প্রার্থীরা পূরণ করা আবেদনপত্র পাঠাতে পারেন এই ঠিকানায় Surface Manager, 1st floor, KDM Bhavan, Palavasana Chowkri Mehsana-384003।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি) |
পদের নাম: | জুনিয়র কনসালটেন্ট |
শূন্যপদের সংখ্যা: | ৬ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
advertisement
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: যোগ্যতা
সারফেস টিমের জন্য (প্রোডাকশন):
ওএনজিসি-তে প্রোডাকশন/ ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের ই১ থেকে ই৩ লেভেলে ন্যূনতম ৫ বছর কাজ করেছেন এমন অবসরপ্রাপ্ত আধিকারিক এই পদের জন্য আবেদন করতে পারেন।
সারফেস টিমের জন্য (ইলেকট্রিক্যাল):
ওএনজিসি-তে ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের ই১ থেকে ই৩ লেভেলের অবসরপ্রাপ্ত একজিকিউটিভ, ইলেকট্রিক্যাল অপারেশনে যাঁদের ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে।
advertisement
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের মেয়াদ
নির্বাচিত প্রার্থীদের ২ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৬৫ বছর।
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
নিযুক্ত প্রার্থী প্রথম এবং দ্বিতীয় বছরে মাসিক বেতন হিসেবে পাবেন যথাক্রমে ২৭০০০ টাকা এবং ২৮৩৫০ টাকা। এর পাশাপাশি অন্যান্য খরচ হিসেবে মিলবে মাসিক ১৫০০০ টাকা।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 17, 2023 7:01 PM IST