Northern Coalfields Recruitment 2022: চাকরির সুযোগ! নর্দার্ন কোলফিল্ডে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত

Last Updated:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২২ ডিসেম্বর, ২০২২ মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে।

সম্প্রতি নর্দার্ন কোলফিল্ডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মাইনিং সর্দার টিঅ্যান্ডএস গ্রেড সি এবং সারভেয়র টিঅ্যান্ডএস গ্রেড বি (মাইনিং) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা নর্দার্ন কোলফিল্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
নর্দার্ন কোলফিল্ড রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২২ ডিসেম্বর, ২০২২ মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
নর্দার্ন কোলফিল্ড রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৭৪+৩১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
মাইনিং সর্দার টিঅ্যান্ডএস গ্রেড সি- ৩৭৪টি পদ (ইউআর- ১৪৯, ইডবলুএস- ৩৬, এসসি- ৫৫, এসটি- ৭৯, ওবিসি-এনসিএল- ৫৫)
advertisement
সারভেয়র টিঅ্যান্ডএস গ্রেড বি (মাইনিং)- ৩১টি পদ (ইউআর- ১৪, ইডবলুএস- ৩, এসসি- ৪, এসটি- ৬, ওবিসি-এনসিএল- ৪)
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থানর্দার্ন কোলফিল্ডস
পদের নামমাইনিং সর্দার টিঅ্যান্ডএস গ্রেড সি এবং সারভেয়র টিঅ্যান্ডএস গ্রেড বি (মাইনিং)
শূন্যপদের সংখ্যা৩৭৪+৩১
কাজের স্থানসিংরৌলি, মধ্যপ্রদেশ
নির্বাচন পদ্ধতিকমপিউটার বেসড রিক্রুটমেন্ট টেস্ট এবং পরবর্তীতে মেধা তালিকার ভিত্তিতে বাছাই
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২২.১২.২০২২
advertisement
নর্দার্ন কোলফিল্ড রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
অসংরক্ষিত শ্রেণী- ১৮ থেকে ৩০ বছর, সরকারি নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমায় শিথিলতা প্রদান করা হবে।
নর্দার্ন কোলফিল্ড রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রথমে প্রার্থীদের ৯০ মিনিটের একটি কমপিউটার বেসড রিক্রুটমেন্ট টেস্ট নেওয়া হবে।
পরের ধাপে পরীক্ষার ফালাফলের ভিত্তিতে মেধা তালিকার মাধ্যমে নির্বাচন করা হবে।
advertisement
নর্দার্ন কোলফিল্ড রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
অসংরক্ষিত শ্রেণী- ১১৮০ টাকা (আবেদন ফি- ১০০০ টাকা+ জিএসটি- ১৮০ টাকা)
ইডবলুএস এবং ওবিসি- ১১৮০ টাকা (আবেদন ফি- ১০০০ টাকা+ জিএসটি- ১৮০ টাকা)
টাকা জমা দিতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, রুপে, ইউপিআই-এর মধ্যে যে কোনও মাধ্যমে।
নর্দার্ন কোলফিল্ড রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের পদ্ধতি
প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
advertisement
বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করে সমস্ত তথ্য ভাল করে পড়ে নিতে হবে
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদনের মোড অনুযায়ী আবেদন করতে হবে
আবেদন ফি জমা দিতে হবে
আবেদনপত্র জমা দিতে হবে
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের কপি সংরক্ষণ করে রাখতে পারেন
নর্দার্ন কোলফিল্ড রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
১. মাইনিং সর্দার টিঅ্যান্ডএস গ্রেড সি
- ভারত সরকার স্বীকৃত রাজ্য শিক্ষা বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
advertisement
- কয়লা খনি রেগুলেশন ২০১৭-এর অধীনে ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস অ্যান্ড সেফটি দ্বারা জারি করা বৈধ মাইনিং সর্দার সার্টিফিকেট বা খনির অন্য কোনও শংসাপত্র, যা আবেদনকারীকে খনির সর্দার হিসাবে কাজ করার অধিকার দেয়।
- বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট।
- বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট।
বা
- ভারত সরকার স্বীকৃত রাজ্য শিক্ষা বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ভারত সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা।
- বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট।
- বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট।
২. সারভেয়র টিঅ্যান্ডএস গ্রেড বি (মাইনিং)
- ভারত সরকার স্বীকৃত রাজ্য শিক্ষা বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- সিএমএর- ২০১৭-এর অধীনে প্রদত্ত বৈধ সারভেয়র সার্টিফিকেট বা খনির অন্য কোনও শংসাপত্র, যা আবেদনকারীকে কয়লা খনি রেগুলেশন ২০১৭ অনুযায়ী সারভেয়র হিসেবে কাজ করার অধিকার দেয়।
বা
- ভারত সরকার স্বীকৃত স্টেট বোর্ড অফ এডুকেশন থেকে মাইনিং/মাইন সার্ভেয়িং ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি বা ডিপ্লোমা।
- সিএমআর ২০১৭-এর অধীনে সারভেয়রদের সার্টিফিকেট অফ কম্পিটেন্সি বা খনির ক্ষেত্রে অন্য কোনও শংসাপত্র, যা আবেদনকারীকে কয়লা খনি রেগুলেশন ২০১৭ অনুযায়ী সারভেয়র হিসেবে কাজ করার অধিকার দেয়।
বাংলা খবর/ খবর/চাকরি/
Northern Coalfields Recruitment 2022: চাকরির সুযোগ! নর্দার্ন কোলফিল্ডে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement