Ministry of Defence Recruitment 2023: কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ! সময় খুব অল্প, একদম হাতছাড়া করবেন না
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Sayani Rana
Last Updated:
বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
সম্প্রতি মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেপুটেশনের ভিত্তিতে অফসেট মেশিনম্যান পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারেন। আবেদনপত্র যদিও অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
advertisement
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
| সংস্থা: | মিনিস্ট্রি অফ ডিফেন্স |
| পদের নাম: | অফসেট মেশিনম্যান |
| শূন্যপদের সংখ্যা: | ১ |
| নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
| আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
| শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
| বেতনক্রম: | বিশদ দেখুন |
| আবেদন পদ্ধতি: | অফলাইন |
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আবেদনের যোগ্যতা:- সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাস বা সমতুল্য যোগ্যতা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রিন্টিং/অফসেট প্রিন্টিংয়ে ৩ বছরের ডিপ্লোমা+কোনও সরকারি প্রেসে ২ বছরের কাজের অভিজ্ঞতা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রিন্টিং/অফসেট প্রিন্টিংয়ে ২ বছরের সার্টিফিকেট কোর্স+কোনও সরকারি প্রেসে ৩ বছরের কাজের অভিজ্ঞতা
advertisement
বয়সসীমা:- উপরে উল্লিখিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি:- আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Administrative Officer, CAO/R-III, O/o JS & CAO, Hall No. 1, 1″ Floor, ‘A’ Block, Defence Officers Complex, Africa Avenue, Near Sarojani Nagar Depot, New Delhi-110023’।
advertisement
বেতন:- নির্বাচিত প্রার্থীরা পে-স্কেল লেভেল ৬ অনুযায়ী মাসিক বেতন পাবেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 12:07 PM IST








