Mamata Banerjee৷৷ Government jobs in Bengal: রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার নতুন সরকারি চাকরি! পঞ্চায়েতের আগে বিরাট ঘোষণা মমতার

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের বিপুল এই কর্মসংস্থানের ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷
বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা: রাজ্য জুড়ে ১ লক্ষ ২৫ হাজার নতুন নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পঞ্চায়েত নির্বাচনের বিপুল এই কর্মসংস্থানের ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷ এই লক্ষাধিক নিয়োগের মধ্যে স্কুলে শিক্ষক, শিক্ষিকা, রাজ্য সরকারের গ্রুপ ডি সহ বিভিন্ন দফতরে নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ ছাড়াও চিকিৎসক, নার্স, অধ্যাপক থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী এ দিন বলেন, রাজ্য সরকার নতুন কর্মসংস্থানের ব্যাপক জোর দিচ্ছে। আমরা দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর।’
advertisement
কোন সরকারি দফতরে কত নিয়োগ হবে, তাও এ দিন দফতর ধরে ধরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক নজরে দেখে নেওয়া যাক, কোন দফতরে কত নিয়োগের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-
advertisement
  • প্রাথমিক শিক্ষায় ১১ হাজার শিক্ষক নিয়োগ৷
  • উচ্চ প্রাথমিকে ১৪ শিক্ষক নিয়োগ৷ 
  • পুলিশ বাহিনীতে ২০ হাজার নিয়োগ৷ 
  • আবগারি দফতরে কনস্টেবল পদে ২০ হাজার নিয়োগ৷ 
  • গ্রুপ সি পদে ৩ হাজার চাকরি৷ 
  • রাজ্য সরকারের গ্রুপ ডি পদে ১২ হাজার চাকরি৷ 
  • রাজ্য সরকারের অন্যান্য বিভিন্ন চাকরিতে ১৭ হাজার নিয়োগ৷ 
  • স্বাস্থ্য দফতরে ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স নিয়োগ৷
  • ৯ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ৷ 
  • অঙ্গনওয়াড়ি সহায়ক পদে ১৩ হাজারের বেশি নিয়োগ৷
  • ৭ হাজার আশা কর্মী নিয়োগ
  • ২ হাজার কমিউনিটি হেলথ কর্মী নিয়োগ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Mamata Banerjee৷৷ Government jobs in Bengal: রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার নতুন সরকারি চাকরি! পঞ্চায়েতের আগে বিরাট ঘোষণা মমতার
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement