শিক্ষক-শিক্ষিকা হওয়ার স্বপ্ন অনেকের থাকে। কিন্তু বারবার পরীক্ষা দিয়েও অনেক সময় চাকরি মেলে না। তাই, সেই সময়টুকু কাজে লাগাতে পারেন বর্ধমানের কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক হয়ে। কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় হবে সঙ্গে অর্থ উপর্জনও হবে।
চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ হচ্ছে এই বিদ্যালয়ে। ২০২৩-২৪ বর্ষের জন্য একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল কতৃপক্ষ। শিক্ষক এবং শিক্ষা কর্মী নিয়োগ করতে চলেছে এই প্রতিষ্ঠান। ইংরেজি, গণিত, বিজ্ঞান, সংস্কৃত, বাণিজ্য, কম্পিউটার সায়েন্স, স্পেশাল এডুকেটর, ডাক্তার, নার্স-সহ আরও বিভাগে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন লক্ষাধিক! বিশদ জানতে পড়ুন!
আবেদনের জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বরে উচ্চমাধ্যমিক পাশ-সহ ২ বছরের এলিমেন্টারি এডুকেশনে ডিপ্লোমা থাকা প্রয়োজন। এ ছাড়াও উচ্চমাধ্যমিকের সঙ্গে ৪ বছরের ব্যাচেলর অব এলিমেন্টারি এডুকেশনের কোর্স করা থাকলেও চলবে। উত্তীর্ণ হতে হবে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট)। এছাড়া বিশদে জানতে কেন্দ্রীয় বিদ্যালয়ের পূর্ব বর্ধমানের শাখার ওয়েবসাইটটি https://burdwan.kvs.ac.in/ দেখতে পারেন।
আরও পড়ুনঃ পরিবেশ মন্ত্রকে চাকরির সুবর্ণ সুযোগ! মাসিক বেতন ১ লক্ষ টাকা! সবিস্তার পড়ুনআবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে বর্ধমানের কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ মার্চ ’২৩। ইন্টারভিউ হবে দু-ভাগে। প্রথম পর্বের ইন্টারভিউ হবে ২২ মার্চ এবং দ্বিতীয় ২৪ মার্চ হবে। ইন্টারভিউের দিন আবেদনপত্র এবং জরুরী নথি সঙ্গে রাখতে হবে। ইন্টারভিউের দিন বদল হলে তা ওয়েবসাইটে দেওয়া হবে। আগ্রহী প্রার্থী নিয়োগ সংক্রান্ত তথ্য এবং শর্তাবলি জানতে নিয়মিত বর্ধমানের কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।