BOB Recruitment 2023: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির দুর্দান্ত সুযোগ! বেশি সময় নেই, তাড়াতাড়ি আবেদন করুন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
BOB Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ৭ মার্চ, ২০২৩।
সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা (বিওবি)-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। চুক্তির ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই পদের জন্য অবসরপ্রাপ্ত কর্মীরাও আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
বিওবি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ৭ মার্চ, ২০২৩। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
বিওবি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ব্যাঙ্ক অফ বরোদা (বিওবি) |
পদের নাম | বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার |
শূন্যপদের সংখ্যা | ৪ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
নিয়োগের ধরন | চুক্তির ভিত্তিতে |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদনের শেষ তারিখ | ০৭.০৩.২০২৩ |
advertisement
বিওবি রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
যে কোনও পিএসইউ ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক (স্বেচ্ছাবরসরপ্রাপ্ত) এমনকী চিফ ম্যানেজার পদে কাজ করেছেন, এমন কর্মীদের নিয়োগ করা হবে। ব্যাঙ্ক অফ বরোদার সমতুল্য কোনও ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত ক্লার্ক এবং ভাল রেকর্ড-সহ জেএআইআইবি উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সমস্ত আবেদনকারী অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর অন্তত তিন বছরের গ্রামীণ ব্যাঙ্কিংয়ের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। তরুণ আবেদনকারীদের ক্ষেত্রে কম্পিউটারের প্রাথমিক জ্ঞান (এমএস অফিস, ই-মেল, ইন্টারনেট ইত্যাদি)-সহ স্নাতক ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। এছাড়া এম.এসসি. (আইটি)/ বিই (আইটি)/ এমসিএ/ এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার মিলবে।
advertisement
বিওবি রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী তরুণ প্রার্থীদের বয়স যেন কোনও ভাবেই ৬৫ বছরের উর্ধ্বে না-হয়। আর আবেদনের সময় তরুণ আবেদনকারীদের বয়স যেন ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হয়।
advertisement
বিওবি রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, নির্বাচিত প্রার্থীদের বেতন হবে মাসিক ১৫০০০ টাকা থেকে ২৫০০০ টাকার মধ্যে।
বিওবি রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের মেয়াদ
প্রাথমিক ভাবে ১২ মাসের চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। সেই সঙ্গে প্রতি ৬ মাস অন্তর বিসি সুপারভাইজার দ্বারা প্রার্থীদের পারফরমেন্স পর্যালোচনা করা হবে।
advertisement
বিওবি রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের পদ্ধতি
ইন্টারভিউয়ের ভিত্তিতেই মূলত প্রার্থীদের নির্বাচন করা হবে। ইন্টারভিউয়ের ১৫ দিনের মধ্যেই নির্বাচিত প্রার্থীদের ই-মেল মারফত জানিয়ে দেওয়া হবে।
বিওবি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এর পর তা স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় The Regional Manager, Bank of Baroda Chennai Rural Region, Regional Office-2nd floor 123, Durga Towers, R.L. Road, Egmore-600008 পাঠিয়ে দিতে হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 10:48 PM IST