Job Vacancy: পুরসভায় চাকরির বিরাট সুযোগ, শুধু মহিলারা আজই আবেদন করুন, এক ক্লিকে বিস্তারিত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Job Vacancy: যারা আবেদন করবেন তাঁদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য ডকুমেন্টস পৌরসভার অফিসে গিয়ে জমা দিতে হবে।
পূর্ব বর্ধমান: বর্ধমান পুরসভায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। বেশ কয়েকদিন আগেই সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। সকল পদই সাম্মানিক। শুধুমাত্র মহিলা প্রার্থীদেরই এই পদের জন্য নিয়োগ করা হবে। আবেদনকারীদের আবেদনপত্র গ্রহণ করা হবে অফলাইনের মাধ্যমে।
পুরসভায় যে পদের জন্য নিয়োগ করা হবে সেটি হল, অনারারি হেলথ ওয়ার্কার বা সাম্মানিক স্বাস্থ্যকর্মী পদে। মোট শূন্যপদ রয়েছে ৩৬। যে সকল মহিলারা আবেদন করবেন তাঁদের বর্ধমান পুরসভার বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে বয়ঃসীমায় কিছুটা ছাড় থাকবে।
advertisement
নির্দিষ্ট এই পদের জন্য আবেদন করতে পারবেন বিবাহিত/ বিবাহবিচ্ছিন্না/ বিধবা সকল মহিলারাই। আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। তবে সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বা আগের কোনও অভিজ্ঞতা থাকলেও ভাল। অধিক যোগ্যতাসম্পন্নরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে নিয়োগের সময় তাঁদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই গুরুত্ব দেওয়া হবে। যারা এই পদে নিযুক্ত হবেন তাঁদের পারিশ্রমিক দেওয়া হবে ৪,৫০০ টাকা প্রতি মাসে।
advertisement
আরও পড়ুনঃ ফ্রিজে রাখলেও শক্ত হবে না রুটি, ছোট্ট এই কাজ করুন, ২৪ ঘণ্টা পরেও থাকবে তুলতুলে নরম
যারা আবেদন করবেন তাঁদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য ডকুমেন্টস পুরসভার অফিসে গিয়ে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩০ জানুয়ারি। পুরসভা নির্ধারিত পদ্ধতি মেনেই এই পদে নিয়োগ করা হবে আবেদনকারীদের । এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আবেদনকারীদের পুরসভার ওয়েবসাইট দেখে নিতে হবে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2024 2:30 PM IST