Job Vacany News: আপনি M.A পাশ? কম্পিউটার জানেন? ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে লোভনীয় চাকরির সুযোগ! জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Job Vacany News: কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। এই ক্ষেত্রে কম্পিউটার এডুকেশন জানা প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনি স্নাতকোত্তর হলেই আপনার জন্য সুখবর। মুর্শিদাবাদে এবার ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মুর্শিদাবাদে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরে হবে নিয়োগ। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে তিন বছরের জন্য ৪০ জনকে নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়তে পারে। নিযুক্তের মাসিক বেতন হবে ১১ হাজার টাকা হবে।
অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশে জানানো হয়েছে, আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। এই ক্ষেত্রে কম্পিউটার এডুকেশন জানা প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে। কেবলমাত্র মুর্শিদাবাদের বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এছাড়া, বাকি প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে জানতে হলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। murshidabad.gov.in এখানে গিয়ে লগইন করে ‘Home page’ গিয়ে ‘Notice’ এবং ‘requitment’ গিয়ে নোটিশ দেখতে পারেন। ৫০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। তার মধ্যে থাকবে মাধ্যমিক লেভেলের অঙ্ক, জেনারেল নলেজ এবং কম্পিউটার নলেজ। এছাড়াও হবে কম্পিউটারে ৫০ নম্বরের প্র্যাক্টিক্যাল পরীক্ষা।
advertisement
আরও পড়ুন : এলাচ-চায়ে চুমুক দিলেই দূর অম্বলের সমস্যা? উধাও অ্যাসিডিটি? জেনে নিন
আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে মুর্শিদাবাদ জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’ বিভাগে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2024 1:23 PM IST