IREL INDIA Recruitment 2022: আইআরইএল ইন্ডিয়া লিমিটেডে বিপুল নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন
- Published by:Aryama Das
Last Updated:
IREL INDIA Recruitment 2022 : প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি আইআরইএল ইন্ডিয়া লিমিটেডের (IREL INDIA) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আইআরইএল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রার্থীদের http://www.apprenticeshipindia.org এই লিঙ্কে গিয়ে বা MHRD-র http://www. .mhrdnats.gov.in পোর্টালে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে তারপর আবেদন করতে হবে।
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ১৬টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
ট্রেড অ্যাপ্রেন্টিস
১. ফিটার
২. ইলেকট্রিশিয়ান
৩. টার্নার
৪. মেকানিক (M V)
৫. ওয়েল্ডার
৬. পিএএসএএ
টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস
১. মেকানিক্যাল
advertisement
২. ইলেকট্রনিক
প্রতিটি ট্রেডেই ১ বছরের সময়সীমার জন্য ট্রেনিং দেওয়া হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | আইআরইএল ইন্ডিয়া লিমিটেড (IREL INDIA) |
পদের নাম: | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা: | ১৬ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১৫.০৯.২০২২ |
advertisement
বয়সসীমা:
প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছরের মধ্যে হতে হবে। SC/ST বিভাগের জন্য বয়সসীমায় ৫ বছর, OBC (NCL) বিভাগের প্রার্থীদের জন্য ৩ বছর এবং PWD-এর জন্য ১০ বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
advertisement
আবেদনের যোগ্যতা:
ফিটার ট্রেডে আইটিআই পাস
ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই পাস
টার্নার ট্রেডে আইটিআই পাস
মেকানিক (M V) ট্রেডে আইটিআই পাস
ওয়েল্ডার ট্রেডে আইটিআই পাস
কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আইটিআই পাস
ডিপ্লোমা (মেকানিক্যাল)
advertisement
ডিপ্লোমা (ইলেক্টেড)
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2022/09/IREL-india-recruitment-2022.pdf ক্লিক করে দেখতে পারেন।
Location :
First Published :
September 09, 2022 5:47 PM IST