CENTRAL BANK OF INDIA Recruitment 2022: সেন্ট্রাল ব্যাঙ্কে মেগা নিয়োগ! কবে থেকে, কীভাবে আবেদন করবেন? জানুন...
- Published by:Aryama Das
Last Updated:
CENTRAL BANK OF INDIA Recruitment 2022 : প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (CENTRAL BANK OF INDIA) তরফে এক বিজ্ঞপ্তি জারি করল। সেইখানে জানানো হয়েছে রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের জন্য ফ্যাকাল্টি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
বয়স: ৬৫ বছরের মধ্যে হতে হবে
যোগ্যতা: অপরিহার্য: এমএসডব্লিউ/ রুরাল ডেভেলপমেন্টে এমএ/ সোশিওলজি/ সাইকোলজিতে এমএ/ বিএসসি (এগ্রিকালচার)/ বিএড সহ বিএ। এ ছাড়াও প্রার্থীদের শিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা এবং তার সঙ্গে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে।
advertisement
এ ছাড়াও ব্যাঙ্ক অফিসিয়াল হিসেবে কাজের অভিজ্ঞতা বা ফ্যাকাল্টি হিসেব কাজের অভিজ্ঞতা ও রুরাল ডেভেলপমেন্ট নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের স্থানীয় ভাষার সঙ্গে ভালভাবে পরিচিত হতে হবে।
একই রাজ্যের বাসিন্দা হতে হবে, বিশেষত একই বা কাছাকাছি জেলা বা কেন্দ্রের সদর দফতরে বসবাসকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অফিস অ্যাসিস্ট্যান্ট:
বয়স: ৩৫ বছরের মধ্যে হতে হবে।
advertisement
যোগ্যতা: বিএসডব্লু/বিএ/বি.কম-এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের স্থানীয় ভাষার সঙ্গে ভালভাবে পরিচিত হতে হবে।
একই রাজ্যের বাসিন্দা হতে হবে, বিশেষত একই বা কাছাকাছি জেলা বা কেন্দ্রের সদর দফতরে বসবাসকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (CENTRAL BANK OF INDIA) |
পদের নাম: | ফ্যাকাল্টি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট |
শূন্যপদের সংখ্যা: | বিশদ দেখুন |
কাজের স্থান: | বিশদ দেখুন |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ২৬.০৯.২০২২ |
advertisement
বেতন:
ফ্যাকাল্টিদের ক্ষেত্রে মাসিক ২০,০০০ টাকা দেওয়া হবে। অন্য কোন ভাতা/সুবিধা প্রদান করা হবে না।
অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মাসিক ১২,০০০ টাকা দেওয়া হবে। অন্য কোন ভাতা/সুবিধা প্রদান করা হবে না।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে এনভেলাপের ওপর নির্দিষ্ট পদের নাম লিখতে হবে এবং বিভিন্ন ডকুমেন্ট সহকারে তা প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা ‘Regional Manager/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office Hariyali chowk, ITI road, Hoshangabad 461001’।
Location :
First Published :
September 08, 2022 7:37 PM IST