IOCL Recruitment 2022: ইন্ডিয়ান অয়েলে চাকরি করতে চান? ১৭৬০ শূন্যপদে নিয়োগ, আজই আবেদন করুন
- Published by:Teesta Barman
- trending desk
Last Updated:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ অর্থাৎ ১৪ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ৩ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টেকনিশিয়ান, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস (টেকনিক্যাল ও নন- টেকনিক্যাল) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আইওসিএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ অর্থাৎ ১৪ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ৩ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আইওসিএল রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের অনলাইন পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
আইওসিএল রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৭৬০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীদের অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা, কর্নাটক, তামিলনাড়ু ও পুদুচেরি, কেরল, মহারাষ্ট্র, গুজরাত, গোয়া, মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, সিকিম, দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড়, হিমাচলপ্রদেশ, জম্মু এবং কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড সহ ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিয়োগ করা হবে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
| সংস্থা | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড |
| পদের নাম | টেকনিশিয়ান, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস (টেকনিক্যাল ও নন- টেকনিক্যাল) |
| শূন্যপদের সংখ্যা | ১৭৬০ |
| কাজের স্থান | ভারত |
| নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
| আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
| শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
| বেতনক্রম | বিশদ দেখুন |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদনের শেষ তারিখ | ০৩.০১.২০২৩ |
advertisement
আইওসিএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
ট্রেড অ্যাপ্রেন্টিস- দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে এবং এনসিভিটি/এসসিভিটি দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ২ বছরের আইটিআই কোর্স সম্পন্ন করা থাকতে হবে।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল)- জেনারেল ক্যাটাগরি, ইডব্লুএস এবং ওবিসি-এনসিএল প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের রেগুলার ফুলটাইম ডিপ্লোমা এবং এসসি/ এসটি/ পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৪৫% নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।
advertisement
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- জেনারেল ক্যাটাগরি, ইডব্লুএস এবং ওবিসি-এনসিএল প্রার্থীদের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০% এবং এসসি/ এসটি/ পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৪৫% নম্বর সহ যে কোনও বিষয়ে রেগুলার ফুলটাইম গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার)- জেনারেল ক্যাটাগরি, ইডব্লুএস এবং ওবিসি-এনসিএল প্রার্থীদের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০% এবং এবং এসসি/ এসটি/ পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৪৫% নম্বর সহ দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
advertisement
ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর (স্কিলড সার্টিফিকেট হোল্ডার)- জেনারেল ক্যাটাগরি, ইডব্লুএস এবং ওবিসি-এনসিএল প্রার্থীদের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০% এবং এবং এসসি/ এসটি/ পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৪৫% নম্বর সহ দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের ‘ডমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর’-এ এক বছরের নিচে প্রশিক্ষণের জন্য সার্টিফিকেট থাকতে হবে।
ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেইল সেলস অ্যাসোসিয়েট (ফ্রেশার) - জেনারেল ক্যাটাগরি, ইডব্লুএস এবং ওবিসি-এনসিএল প্রার্থীদের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০% এবং এবং এসসি/ এসটি/ পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৪৫% নম্বর সহ দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
ট্রেড অ্যাপ্রেন্টিস- রিটেলস সেলস অ্যাসোসিয়েট (স্কিলড সার্টিফিকেট হোল্ডার)- জেনারেল ক্যাটাগরি, ইডব্লুএস এবং ওবিসি-এনসিএল প্রার্থীদের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০% এবং এবং এসসি/ এসটি/ পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৪৫% নম্বর সহ দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত বা অন্য কোনও কর্তৃপক্ষের অধীনে স্বীকৃত সংস্থা থেকে ‘রিটেইল ট্রেইনি অ্যাসোসিয়েট’ হিসেবে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেলস সেলস অ্যাসোসিয়েট (স্কিলড সার্টিফিকেট হোল্ডার)- জেনারেল ক্যাটাগরি, ইডব্লুএস এবং ওবিসি-এনসিএল প্রার্থীদের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০% এবং এবং এসসি/ এসটি/ পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৪৫% নম্বর সহ দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
আইওসিএল রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
view commentsবয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
Location :
First Published :
December 14, 2022 5:00 PM IST

