ITBP Recruitment 2022: ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের অধীনে প্রচুর পদে নিয়োগ! শুরু হচ্ছে আবেদন
- Published by:Teesta Barman
Last Updated:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ নভেম্বর, ২০২২ থেকে। প্রার্থীদের আগামী ২২ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে RECRUITMENT.ITBPOLICE.NIC.IN গিয়ে খোঁজ নিতে পারেন।
আইটিবিপি রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ নভেম্বর, ২০২২ থেকে। প্রার্থীদের আগামী ২২ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আইটিবিপি রিক্রুটমেন্ট ২০২২: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৮৭টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
কনস্টেবল (টেলর) - ১৮টি পদ
কনস্টেবল (গার্ডেনার) - ১৬টি পদ
কনস্টেবল (কবলার) - ৩১টি পদ
advertisement
কনস্টেবল (সাফাই কর্মচারি) - ৭৮টি পদ
কনস্টেবল (ওয়াশার ম্যান) - ৮৯টি পদ
কনস্টেবল (বার্বার) - ৫৫টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স |
পদের নাম | কনস্টেবল এবং ট্রেডসম্যান |
শূন্য পদের সংখ্যা | ২৮৭ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | ২৩.১১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের তারিখ | ২২.১২.২০২২ |
advertisement
আইটিবিপি রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আইটিবিপি রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
কনস্টেবল (টেলর), কনস্টেবল (গার্ডেনার),কনস্টেবল (কবলার) - ১৮ থেকে ২৩ বছর
কনস্টেবল (সাফাই কর্মচারি), কনস্টেবল (ওয়াশার ম্যান), কনস্টেবল (বার্বার) - ১৮ থেকে ২৫ বছর
advertisement
আইটিবিপি রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট, মেডিকেল টেস্ট ইত্যাদি পদ্ধতির মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আইটিবিপি রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
আবেদন ফি ১০০ টাকা। এসসি/এসটি/মহিলা প্রার্থী এবং প্রাক্তন সেনাকর্মীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আইটিবিপি রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে রেজিস্ট্রেশন লিঙ্কের পেজে গিয়ে ক্লিক করতে হবে। প্রার্থীদের নাম এবং তথ্য-সহ নিজেদের নাম রেজিস্ট্রেশন করে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদন ফি প্রদান করতে হবে। আবেদনপত্রের একটি কপি প্রিন্ট আউট করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।
Location :
First Published :
November 05, 2022 7:53 PM IST