Indian Oil Corporation Recruitment 2023: ইন্ডিয়ান অয়েলে কর্মীনিয়োগ! এখনই আবেদন করুন, জেনে নিন বিস্তারিত
- Published by:Sanchari Kar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Indian Oil Corporation Recruitment 2023: বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ৩০.০৫.২০২৩. তারিখের মধ্যে আবেদন করতে হবে।
সম্প্রতি ইন্ডিয়ান অয়েলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের হলদিয়া এবং গুজরাতের ভদোদরায় রিফাইনারি/পেট্রোকেমিকাল ইউনিটে নন-একজিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ৩০.০৫.২০২৩. তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা আবেদনপত্র করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে। এর পরে পাঠানো আবেদন বাতিল করে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৬৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট- ৪ (প্রোডাকশন)- গুজরাত ৪৭, হলদিয়া – ৭, পিঅ্যান্ডইউ গুজরাত -৭, পিঅ্যান্ডইউ হলদিয়া- ৪
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান অয়েল |
পদের নাম | নন-একজিকিউটিভ |
শূন্যপদের সংখ্যা | ৬৫ |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০.০৫.২০২৩ |
advertisement
বয়সসীমা
উপরে উল্লিখিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন
নির্বাচিত প্রার্থীরা ২৫০০০-১০৫০০০ টাকা মাসিক বেতন পাবেন।
আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে- https://iocl.com/
Apply Online-এ ক্লিক করতে হবে
রিফাইনারি/পোস্ট বেছে নিতে হবে
সব তথ্য দিতে হবে
প্রিভিউয়ে দেখে নিতে হবে সব ঠিক আছে কি না
অ্যাপ্লিকেশন ফি দিতে হবে
advertisement
ফর্ম সাবমিট করতে হবে
ভবিষ্যতের সুবিধার জন্য পূরণ করা ফর্মের একটা প্রিন্ট আউট নিয়ে রাখা ভাল।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/c7ab954527c648cdb1afe68c7046901a.pdf ক্লিক করতে পারেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 8:18 PM IST