হোম /খবর /চাকরি /
ইন্ডিয়ান কোস্ট গার্ডে ৭১ জন কর্মী নিয়োগ, চাকরির জন্য আজই আবেদন করুন, জানুন বিশদে

Indian Coast Guard Recruitment 2023: ইন্ডিয়ান কোস্ট গার্ডে ৭১ জন কর্মী নিয়োগ, চাকরির জন্য আজই আবেদন করুন, জানুন বিশদে

ইন্ডিয়ান কোস্ট গার্ডে

ইন্ডিয়ান কোস্ট গার্ডে

Indian Coast Guard Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

  • Share this:

সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ডের অধীনে তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট কমানডেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: ভুল 'মাস্টারের' হাত ধরে হাতেখড়ি রাজ্যপালের? বিজেপির তীক্ষ্ণ তিরে পাল্টা আসরে তৃণমূলও!

ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৭১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাইন্ডিয়ান কোস্ট গার্ড
পদের নামঅ্যাসিস্ট্যান্ট কমানডেন্ট
শূন্যপদের সংখ্যা৭১
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৯.০২.২০২৩

ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

প্রার্থীদের প্রথমে ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে joinindiancoastguard.cdac.in যেতে হবেএরপর হোম উপলব্ধ অ্যাসিস্ট্যান্ট কমানডেন্ট পোস্টের লিঙ্কে ক্লিক করতে হবেএরপরে প্রার্থীদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবেএরপর সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রটি পূরণ করতে হবেআবেদনপত্রটি আপলোড করতে হবেআবেদন ফি প্রদান করতে হবেআবেদনপত্র জমা দিতে হবেআবেদনপত্র জমা দিয়ে আবেদনপত্রের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে

আরও পড়ুন: বাগদেবীর আরাধনা হবে না স্কুলে! কারণ, এই একমাত্র পড়ুয়া

ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি

প্রার্থীদের (এসসি/এসটি প্রার্থী বাদে, যাঁদের ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে) নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা ভিসা/ মাস্টার/ মায়েস্ত্রো/ রুপে/ ক্রেডিট/ ডেবিট কার্ড/ ইউপিআই ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে ২৫০ টাকা আবেদন ফি দিতে হবে।

Published by:Teesta Barman
First published:

Tags: Central govt jobs, Job News