IMD Recruitment 2022: আবহাওয়া দফতরে প্রচুর শূন্যপদে নিয়োগ! কীভাবে চাকরি পাবেন জানুন
- Published by:Aryama Das
Last Updated:
IMD Recruitment 2022 : প্রার্থীদের আগামী ৯ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের (India Meteorological Department) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রজেক্ট সায়েন্টিস্ট III, প্রজেক্ট সায়েন্টিস্ট II, প্রজেক্ট সায়েন্টিস্ট I, রিসার্চ অ্যাসোসিয়েট, সিনিয়র রিসার্চ ফেলো এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৯ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে ১৬৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
প্রজেক্ট সায়েন্টিস্ট III (ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিস) গ্রামীণ কৃষি মৌসুম সেবা (অ্যাগ্রোমেটেরোলজিক্যাল অ্যাডভাইসরি সার্ভিস): ১টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট II (ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিস) গ্রামীণ কৃষি মৌসুম সেবা (অ্যাগ্রোমেটেরোলজিক্যাল অ্যাডভাইসরি সার্ভিস): ৬টি পদ
advertisement
প্রজেক্ট সায়েন্টিস্ট I (ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিস) গ্রামীণ কৃষি মৌসুম সেবা (অ্যাগ্রোমেটেরোলজিক্যাল অ্যাডভাইসরি সার্ভিস): ১০টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট III (ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিস) অ্যাভিয়েশন মেটেরোলজিক্যাল অ্যাডভাইসরি সার্ভিস): ৩টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট II (ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিস) অ্যাভিয়েশন মেটেরোলজিক্যাল অ্যাডভাইসরি সার্ভিস): ৫টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট III (ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিস) ক্লাইমেট সার্ভিস: ৬টি পদ
advertisement
প্রজেক্ট সায়েন্টিস্ট III (ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিস) ট্রেনিং অপারেশনাল মেটেরোলজি: ৮টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট III (আপগ্রেডেশন অফ ফরেস্ট সিস্টেম) আপগ্রেডেশন অফ হাইড্রো মেটেরোলজিক্যাল সার্ভিস: ২টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট III (আপগ্রেডেশন অফ ফরেস্ট সিস্টেম) নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন (এনডব্লুপি)- ১টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট I (আপগ্রেডেশন অফ ফরেস্ট সিস্টেম) প্রোগ্রাম ডিভিশন- ২টি পদ
advertisement
প্রজেক্ট সায়েন্টিস্ট I (আপগ্রেডেশন অফ ফরেস্ট সিস্টেম) আইএইচএমপি- ১টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট III (অ্যাটমোস্পেরিক অবজারভেশনস নেটওয়ার্ক) আপার এয়ার ইনস্ট্রুমেনটেশন ডিভিশন- ১টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট III (অ্যাটমোস্পেরিক অবজারভেশনস নেটওয়ার্ক) সারফেস ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন- ২টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট I (অ্যাটমোস্পেরিক অবজারভেশনস নেটওয়ার্ক) আপার এয়ার ইনস্ট্রুমেনটেশন ডিভিশন- ৩টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট I (অ্যাটমোস্পেরিক অবজারভেশনস নেটওয়ার্ক) সারফেস ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন- ২টি পদ
advertisement
প্রজেক্ট সায়েন্টিস্ট I (অ্যাটমোস্পেরিক অবজারভেশনস নেটওয়ার্ক) এনভায়োরমেন্টাল মনিটারিং এবং রিসার্চ- ২টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট I (অ্যাটমোস্পেরিক অবজারভেশনস নেটওয়ার্ক) পোলার মেটেরোলজি- ১টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট I (অ্যাটমোস্পেরিক অবজারভেশনস নেটওয়ার্ক) স্যাটেলাইট মেটেরোলজি- ২টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট II (মনসুন মিশন)- ২টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট I (মনসুন মিশন)- ৩টি পদ
রিসার্চ অ্যাসোসিয়েট/ (ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিস) গ্রামীণ কৃষি মৌসুম সেবা (অ্যাগ্রোমেটেরোলজিক্যাল অ্যাডভাইসরি সার্ভিস): ২২টি পদ
advertisement
রিসার্চ অ্যাসোসিয়েট/ (ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিস) (গ্রামীণ কৃষি মৌসুম সেবা) ট্রেনিং ইন অপারেশনাল মেটেরোলজি- ৮টি পদ
রিসার্চ অ্যাসোসিয়েট/ (অ্যাটমোস্ফেরিক অবজারভেশনস নেটওয়ার্ক) স্যাটেলাইট মেটেরোলজি- ২টি পদ
জেআরএফ/এসআরএফ (ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিস) (গ্রামীণ কৃষি মৌসুম সেবা) (অ্যাগ্রোমেটেরোলজিক্যাল অ্যাডভাইসরি সার্ভিস): ২০টি পদ
জেআরএফ/এসআরএফ (ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিস) (গ্রামীণ কৃষি মৌসুম সেবা) (অ্যাভিয়েশন মেটেরোলজিক্যাল সার্ভিস): ৮টি পদ
জেআরএফ/এসআরএফ (ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিস) ক্লাইমেট সার্ভিস- ১০টি পদ
জেআরএফ/এসআরএফ (আপগ্রেডেশন অফ ফরেস্ট সিস্টেম)- হাইড্রো মেটিওরোলজিক্যাল সার্ভিস- ৮টি পদ
জেআরএফ/এসআরএফ (আপগ্রেডেশন অফ ফরেস্ট সিস্টেম) NWFC / প্রোগ্রাম ডিভিশন- ১০টি পদ
জেআরএফ/এসআরএফ (অ্যাটমোস্ফেরিক অবজারভেশনস নেটওয়ার্ক) আপার এয়ার ইনস্ট্রুমেনটেশন ডিভিশন- ৩টি পদ
জেআরএফ/এসআরএফ (অ্যাটমোস্ফেরিক অবজারভেশনস নেটওয়ার্ক) এনভায়রনমেন্টাল মনিটরিং এবং রিসার্চ- ৪টি পদ
জেআরএফ/এসআরএফ (অ্যাটমোস্ফেরিক অবজারভেশনস নেটওয়ার্ক) পোলার মেটিওরোলজি- ১টি পদ
জেআরএফ/এসআরএফ (অ্যাটমোস্ফেরিক অবজারভেশনস নেটওয়ার্ক)- স্যাটেলাইট মেটেরোলজি- ৪টি পদ
প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেটের আসল কপি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সঙ্গে আনতে হবে। যাঁরা আসল কপি সঙ্গে আনবেন না তাঁদের নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে গণ্য করা হবে।
নিয়োগের জন্য নির্বাচিত নন এমন প্রার্থীদের কাছ থেকে কোনও প্রকারের চিঠিপত্র গ্রহণ করা হবে না।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (India Meteorological Department) |
পদের নাম: | প্রজেক্ট সায়েন্টিস্ট III, প্রোজেক্ট সায়েন্টিস্ট II, প্রোজেক্ট সায়েন্টিস্ট I, রিসার্চ অ্যাসোসিয়েট, সিনিয়র রিসার্চ ফেলো এবং জুনিয়র রিসার্চ ফেলো |
শূন্যপদের সংখ্যা: | ১৬৫ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | ইন্টারভিউ |
আবেদন শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০৯.১০.২০২২ |
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীদের অবশ্যই প্রাসঙ্গিক বিষয়ে এম.এসসি, এম.ই, বি.টেক, বি.ই, পিএইচ.ডি, এম.এস ডিগ্রি থাকতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
- প্রার্থীরা একাধিক পদে আবেদন করতে পারবেন।
- পারফরমেন্স অনুযায়ী অন-লাইন আবেদনপত্র জমা দিতে হবে আগামী ০৯.১০.২০২২ তারিখের আগে।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ স্বরূপ বিভিন্ন যোগ্যতা পরিসূচক সার্টিফিকেট, ডকুমেন্ট, জন্মের তারিখের প্রমাণপত্র, প্রাসঙ্গিক ক্ষেত্রে নির্দিষ্ট কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র সহ আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে।
- যে সকল প্রার্থীদের এসসি বা এসটি বা অন্যান্য সংরক্ষিত বিভাগের প্রমাণপত্র রয়েছে তাদের আবেদনপত্রের সঙ্গে সেই সকল প্রমাণপত্র জমা করতে হবে।
বয়সসীমা:
নিয়োগের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ অনুযায়ী বয়সসীমা নির্ধারণ করা হবে। SC/ST/OBC প্রার্থীদের জন্য বয়সসীমায় এবং কাজের অভিজ্ঞতায় শিথিলতা প্রদান করা হয়েছে।
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://incois.gov.in/jobs/imd0822/docs/imd0822.pdf ক্লিক করে দেখতে পারেন।
Location :
First Published :
September 16, 2022 4:04 PM IST