HCL Recruitment: HCL টেকনোলজিসে ফ্রেশারদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ, দ্রুত আবেদন করুন
- Published by:Salmali Das
Last Updated:
HCL Recruitment: এবার ফ্রেশারদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল এইচসিএল টেকনোলজিস। বিজ্ঞপ্তি অনুসারে এডুকেশনাল কাউন্সেলর ভয়েস পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।
এবার ফ্রেশারদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল এইচসিএল টেকনোলজিস। এই আইটি সংস্থা একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুসারে এডুকেশনাল কাউন্সেলর ভয়েস পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই পদের জন্য ফ্রেশারও আবেদন করতে পারবে।
এইচসিএলটেক, বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে একটি এবং ৬০টি দেশে ২২২,০০০-এর বেশি কর্মী নিয়ে কাজ করে এই সংস্থা। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নিয়ে ২৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চে এর মধ্যে এইচসিএলটেকের নয়ডা অফিসে ইন্টারভিউর জন্য যেতে হবে।
advertisement
advertisement
সংস্থা | এইচসিএল টেকনোলজিস |
পদ | এডুকেশনাল কাউন্সেলর ভয়েস |
স্থান | নয়ডা |
যোগ্যতা | স্নাতক ডিগ্রি |
বেতনক্রম | ২.৫-৩ লক্ষ বছরে |
অভিজ্ঞতা | ০-১ বছর |
ফ্রেশার স্নাতক ডিগ্রি এবং ভালো কথা বলার দক্ষতা থাকলেই যে কোনও প্রার্থী এই ইন্টারভিউতে বসতে পারবেন। কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকটা জরুরি। প্রধানত, MS Word এবং MS Excel।
advertisement
ইন্টারভিউরের সম্পর্কে বিশদে জানুনঃ
স্থান-এইচসিএল টেকনোলজিস এ-৮-৯, মহারাজা অগ্রসেন মার্গ, ব্লক এ, নয়ডা সেক্টর ৬০, (নিকটবর্তী মেট্রো সেক্টর ৫৯)
সঙ্গে নিয়ে যেতে হবে একটি বায়ো-ডাটা, একটি আইডি কার্ড এবং ভ্যাকসিনেশন সার্টিফিকেট।
advertisement
সময়- দুপুর ১২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত
নিয়োগকারী- মোহিত উদানিয়া (ফোন নংঃ ৯৭১৭৭৪১৮৮৩) ( বায়ো-ডাটার উপরে নিয়োগকারীর নাম উল্লেখ করতে হবে)
Location :
Noida,Gautam Buddha Nagar,Uttar Pradesh
First Published :
February 26, 2023 2:49 PM IST