Government Job News: এই জেলায় রয়েছে সরকারি চাকরির দারুণ সুযোগ, আজই আবেদন করুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Government Job News: আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে, যোগ্যতা যাচাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। আজই আবেদন করুন।
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় রয়েছে কাজের সুযোগ। পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে রয়েছে কাজের সুযোগ । কয়েকদিন আগে সেই অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জেলার আরবান হেলথ ওয়েলনেস সেন্টারের জন্য এই নিয়োগের আয়োজন করা হবে। যারা আবেদন করবেন তাঁদের অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ করা হবে মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি এবং স্টাফ নার্স পদে। নির্দিষ্ট পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ১৬টি। পূর্ব বর্ধমানের গুসকরা, কালনা, কাটোয়া, দাঁইহাট, মেমারি ও বর্ধমান পৌরসভার আরবান হেলথ ওয়েলনেস সেন্টারে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।
advertisement
আরও পড়ুন: ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকবে স্কুলে, কোথায় কোথায় নির্দেশিকা জারি? দেখে নিন তালিকা
মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি এবং স্টাফ নার্স পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৬২ এবং ৪০ বছরের মধ্যে। প্রত্যেক মাসে মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি এবং স্টাফ নার্স পদের কর্মীদের পারিশ্রমিক দেওয়া হবে ৬০,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটের আগে আরও কল্পতরু মমতা! সরকারি চাকরি নিয়ে বিরাট ঘোষণা! বাধা পড়ছে একটি জায়গায়! কী তা?
মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি পদের জন্য আবেদনকারীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি লাভের পর এক বছরের ইন্টার্নশিপ করতে হবে। এছাড়াও তাঁদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশনও থাকতে হবে। সেরকমই স্টাফ নার্স পদে আবেদনের জন্য যোগ্যতার আলাদা ভাগ রয়েছে। তবে নির্দিষ্ট দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীদের রাজ্যের স্থায়ী বাসিন্দাও হতে হবে এবং বাংলায় লেখা, পড়া ও বলাতে অভিজ্ঞ হতে হবে।
advertisement
আবেদনকারীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য ডকুমেন্টস জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে সংরক্ষিতদের ৫০ এবং অসংরক্ষিতদের ১০০ টাকা জমা দিতে হবে। আবেদন করার শেষ দিন চলতি মাসের ২৯ ফেব্রুয়ারি। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে , যোগ্যতা যাচাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য জানার জন্য পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নেওয়া প্রয়োজন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2024 6:11 PM IST