ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মেগা রিক্রুটমেন্ট! জেনে নিন যোগ্যতা ও অন্যান্য বিষয়

Last Updated:

প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৮০০ টাকা দিতে হবে। SC/ST/PwBD এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

#নয়াদিল্লি: সম্প্রতি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Food Corporation of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন জোনে ম্যানেজার (জেনারেল/ডিপো/ মুভমেন্ট/ অ্যাকাউন্টস/ টেকনিক্যাল/ সিভিল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে FCI.GOV.IN গিয়ে খোঁজ নিতে পারেন।
FCI RECRUITMENT 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
FCI RECRUITMENT 2022: আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৮০০ টাকা দিতে হবে। SC/ST/PwBD এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://www.recruitmentfci.in/assets/current_category_II/Advt.%20No.02-2022-FCI%20Category-II.pdf ক্লিক করে জানতে পারেন।
advertisement
FCI RECRUITMENT 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১১৩টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
উত্তর অঞ্চল৩৮টি পদ
দক্ষিণ অঞ্চল১৬টি পদ
পশ্চিম অঞ্চল২০টি পদ
পূর্বাঞ্চল২১টি পদ
উত্তর পূর্ব অঞ্চল১৮টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
advertisement
সংস্থাফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)
পদের নামবিভিন্ন জোনে ম্যানেজার (জেনারেল/ডিপো/ মুভমেন্ট/ অ্যাকাউন্টস/ টেকনিক্যাল/ সিভিল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)
শূন্যপদের সংখ্যা১১৩
কাজের স্থান, কাজের ধরন, নির্বাচন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা এবং বেতনক্রমবিশদ দেখুন
আবেদন শুরুবর্তমানে চলছে
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৬.০৯.২০২২
advertisement
FCI RECRUITMENT 2022: আবেদনের যোগ্যতা
ম্যানেজার (জেনারেল): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০% নম্বর সহ স্নাতক ডিগ্রি বা সমতুল্য ডিগ্রি বা CA/ICWA/CS-তে ডিগ্রি থাকতে হবে। SC/ST/PwBD প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে।
ম্যানেজার (ডিপো): ন্যূনতম 60% নম্বর সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমতুল্য ডিগ্রি বা CA/ICWA/CS-তে ডিগ্রি থাকতে হবে। SC/ST/PwBD প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে।
advertisement
ম্যানেজার (টেকনিক্যাল): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারে বি.এসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও AICTE দ্বারা অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফুড সায়েন্সে ORB.Tech ডিগ্রি বা B.E ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ফুড প্রসেসিং টেকনোলজি, ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech ডিগ্রি বা B.E থাকতে হবে।
বাংলা খবর/ খবর/চাকরি/
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মেগা রিক্রুটমেন্ট! জেনে নিন যোগ্যতা ও অন্যান্য বিষয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement