এ বার ইন্টারনেট বন্ধ প্রাথমিকের টেটের দিনেও, স্বরাষ্ট্র সচিবকে চিঠি প্রাথমিক শিক্ষা পর্ষদের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
শুধুমাত্র স্পর্শকাতর এলাকাতেই ইন্টারনেট বন্ধ রাখার কথা ভাবা হয়েছে।
#কলকাতা: মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর এ বার প্রাথমিকের টেটেও পরীক্ষা চলাকালীন সময় ইন্টারনেট বন্ধ রাখার পক্ষে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে রাজ্যে স্বরাষ্ট্র সচিবের কাছে একটি বিশেষ আবেদন করা হয়েছে। সূত্রের খবর সেই আবেদনেই ইন্টারনেট বন্ধ রাখার কথা পরীক্ষা চলাকালীন সময়ে বলা হয়েছে। স্বরাষ্ট্র সচিবকে অবশ্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়নি পর্ষদের তরফে। শুধুমাত্র স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়েছে। সূত্রের খবর সেই স্পর্শকাতর এলাকার সংক্রান্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
রাজ্যের মোট ১৪৫৩ পরীক্ষা কেন্দ্রে প্রাথমিকের টেট নেওয়া হবে। রাজ্যজুড়ে ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন প্রাথমিকের টেটে। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার কথা মাথায় রেখেই ইন্টারনেট বন্ধ রাখার আবেদন পর্ষদ জানিয়েছে রাজ্য স্বরাষ্ট্র সচিবকে বলেই সূত্রের খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: রবিবার ছুটির দিনে সরকারি অফিস খোলা! সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
এর আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়েও ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময় হাইকোর্টের নির্দেশে সেই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজ্য। তারপর অবশ্য উচ্চমাধ্যমিক পরীক্ষায় এ বছর ইন্টারনেট বন্ধ রাখা হয়নি।
advertisement
সে ক্ষেত্রে অবশ্য পর্ষদের যুক্তি প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ইন্টারনেট বন্ধ রাখা হবে না। শুধুমাত্র স্পর্শকাতর এলাকাতেই ইন্টারনেট বন্ধ রাখার কথা ভাবা হয়েছে। যদিও এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইতিমধ্যেই প্রাথমিকের টেটকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য ১৬ দফা গাইড লাইন
জেলায় জেলায় পাঠানো হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে। সেই গাইডলাইনে ১৪৪ ধারা জারির কথা বলা হয়েছে পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায়। সবমিলিয়ে আগামী ১১ ডিসেম্বরের পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষভাবে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি পরীক্ষা শুরুর আগে থেকেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পুলিশি নিরাপত্তা মোতায়েনের কথা বলা হয়েছে ওই গাইডলাইনে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
First Published :
Nov 22, 2022 1:36 PM IST








