CSL Recruitment 2023: কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগের বিরাট সুযোগ! দেখে নিন বিস্তারিত
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
সম্প্রতি কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএসএল)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ইনস্ট্রাক্টর (মেরিন ইঞ্জিনিয়ার) পদে নিয়োগের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ১৫ মার্চ, ২০২৩।
নয়াদিল্লি: সম্প্রতি কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএসএল)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ইনস্ট্রাক্টর (মেরিন ইঞ্জিনিয়ার) পদে নিয়োগের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। চুক্তির ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সিএসএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
সিএসএল রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ১৫ মার্চ, ২০২৩। সেক্ষেত্রে প্রার্থীরা অনলাইনে সিএসএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:- প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আবেদন পদ্ধতি:- আবেদন ফর্ম পূরণ করে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এই PDF-দেখুন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএসএল) |
পদের নাম: | ইনস্ট্রাক্টর (মেরিন ইঞ্জিনিয়ার) |
শূন্যপদের সংখ্যা: | ১ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
নিয়োগের ধরন: | চুক্তির ভিত্তিতে |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১৫.০৩.২০২৩ |
advertisement
শিক্ষাগত যোগ্যতা:- যোগ্য প্রার্থীদের স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশনের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকা বাঞ্ছনীয়। এছাড়া ভারতীয় কিংবা বিদেশে যাচ্ছে, এমন জাহাজে সেলিংয়ের ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা-সহ ভারতীয় নৌবাহিনী অথবা উপকূল-রক্ষী বাহিনীর প্রাক্তন আধিকারিকও এই পদের জন্য যোগ্য। তবে এই ১০ বছরের অভিজ্ঞতার মধ্যে অন্ততপক্ষে ৬ বছরের নৌবাহিনী অথবা উপকূল-রক্ষী বাহিনীর জাহাজে সেলিংয়ের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। এর পাশাপাশি কোনও প্রতিষ্ঠান থেকে ইন্ডাস্ট্রিয়াল অথবা মেরিন প্রশিক্ষণের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা এবং ডিএসজি অনুমোদন-প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ট্রেনিং ফর ট্রেনার্স অ্যান্ড ইনস্ট্রাকটর কোর্স করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
advertisement
বয়সসীমা:- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স যেন আগামী ১৫ মার্চ, ২০২৩ তারিখের হিসেবে ৬২ বছরের উর্ধ্বে না-হয়। অর্থাৎ ১৬ মার্চ, ১৯৬১ তারিখে এবং তার পরে জন্মগ্রহণকারী প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
advertisement
বেতনক্রম:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, নির্বাচিত প্রার্থীদের বেতন হবে মাসিক ৩৫০০০ টাকা।
নিয়োগের মেয়াদ:- তিন বছরের চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের প্রয়োজন এবং প্রার্থীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে আরও দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদন ফি:- আবেদনের ফি হিসেবে প্রার্থীদের ৪০০ টাকা দিতে হবে। তবে তফসিলি জাতি/ তফসিলি উপজাতি/ পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে এই আবেদন ফি মকুব করা হয়েছে।
advertisement
নিয়োগের পদ্ধতি:- পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে। যাঁরা সার্টিফিকেট ভেরিফিকেশন সফল ভাবে পূরণ করবেন, তাঁরাই পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 12:33 AM IST