Coal India Recruitment 2023: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে চাকরির বিরাট সুযোগ! জানুন বিশদে

Last Updated:

সম্প্রতি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চুক্তিভিত্তিক অ্যাডভাইসর পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। প্রার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ বিকেল ৫টা বা তার আগে আবেদন করতে হবে।

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে চাকরির সুযোগ
ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে চাকরির সুযোগ
কলকাতা: সম্প্রতি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চুক্তিভিত্তিক অ্যাডভাইসর পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
কোল ইন্ডিয়া নিয়োগ ২০২৩
আবেদনের তারিখ- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ বিকেল ৫টা বা তার আগে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্র পোস্টের মাধ্যমে বা ই-মেলের মাধ্যমে পাঠাতে পারবেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ- প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:কোল ইন্ডিয়া লিমিটেড
পদের নাম:অ্যাডভাইসর
শূন্যপদের সংখ্যা:
কাজের স্থান:ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন ও অফলাইন
আবেদনের শেষ তারিখ:২৮.০২.২০২৩
advertisement
যোগ্যতা- ডিএলআরও/এসি পদের নিচে নয়, এমন রাজ্য প্রশাসনিক পরিষেবায় যুক্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তা
বয়সসীমা- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স অবশ্যই ৬০ বছরের কম হতে হবে এবং চুক্তি পর্বে তাঁর বয়স ৬৫ পেরিয়ে গেলে চলবে না।
advertisement
মেয়াদ- নির্বাচিত প্রার্থীদের ১ বছরের মেয়াদে নিয়োগ করা হবে। প্রয়োজনে তা আবার বাড়ানো হতে পারে।
বেতন- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ই-২ ৩৭,৫০০ টাকা, ই-৩ ৪৫,০০০টাকা, ই-৪ ৫২,৫০০ টাকা, ই-৫ ৬০,০০০টাকা, ই-৬ ৭৫,০০০টাকা, ই-৭ ৯০,০০০টাকা, ই-৮ ১,০৫,০০০ টাকা, ই-৯ ১,২০,০০০ টাকা এবং অবসরপ্রাপ্ত চেয়ারম্যান/ডিরেক্টর- ১,৫০,০০০টাকা পাবেন।
 প্রয়োজনীয় নথি
advertisement
১. বয়সের প্রমাণপত্র
২. সুপারঅ্যানুয়েশন নোটিস
৩. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
৪. কর্মক্ষেত্রে অভিজ্ঞতা এবং পদোন্নতির বিবরণ
৫. পে-স্কেল সার্টিফিকেট
আবেদন পদ্ধতি- আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের শেষ তারিখ বা তার আগে নিম্নোল্লিখিত ঠিকানায় যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থী ই-মেলের মাধ্যমেও তাঁর আবেদন পাঠাতে পারেন। শেষ তারিখের পরে প্রাপ্ত আবেদন বাতিল করা হবে। আবেদনটি ২৮.০২.২০২৩ বিকেল ৫টা বা তার আগে পৌঁছাতে হবে। চিঠি পাঠালে আবেদনকারীকে খামের উপর লিখতে হবে—‘অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাডভাইজার (LRE), ECL’। চিঠি পাঠানোর ঠিকানা—The Office of HOD(EE), ECL, Sanctoria, PS Disergarh, Pin-713333, Burdwan(WB)। ই-মেলের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে সাবজেক্ট-এ উল্লেখ করতে হবে—‘Application for the post of Advisor (LRE), ECL’। ই-মেল অ্যাড্রেস- hodee.ecl@coalindia.in।
advertisement
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/02/Coal-India-Recruitment-2023.pdf ক্লিক করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Coal India Recruitment 2023: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে চাকরির বিরাট সুযোগ! জানুন বিশদে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement