Job News: সেনাবিভাগে যোগ দিতে চান? নিয়োগ করছে SSB, সরকারের চাকরিতে এখনই আবেদন করুন
- Published by:Ankita Tripathi
- local18
Last Updated:
ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য যেসব যুবকরা স্বপ্ন দেখছেন তাঁদের জন্য সুবর্ণ সুযোগ৷
ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য যেসব যুবকরা স্বপ্ন দেখছেন তাঁদের জন্য সুবর্ণ সুযোগ৷ সশস্ত্র সীমা বলে (SSB) একাধিক পদে প্রার্থী নিয়োগ করা হবে৷ দশম ও দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের জন্যেও আছে সুযোগ৷
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রেডসম্যান কনস্টেবল ট্রেডসম্যান, এসএসবি হেড কনস্টেবল, এসএসবি সহকারী সাব ইন্সপেক্টর এএসআই প্যারামেডিক্যাল পোস্ট, সহকারী সাব ইন্সপেক্টর এএসআই স্টেনো, এসএসবি সাব ইন্সপেক্টর এসআই পদে নিয়োগ করা হবে৷ সর্বমোট ১৬৩৮ জন প্রার্থী নিয়োগ করা হবে৷
advertisement
advertisement
আবেদনকারী যুবকদের সর্বনিম্ন বয়স ১৮ এবং সর্ব্বোচ্চ ২৩-৩০ বছর হতে হবে৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন৷ আবেদনের শেষ তারিখ ১৮ জুন, ২০২৩৷
অফিসিয়াল ওয়েবসাইট: ssbrectt.gov.in
এসএসবি দশম শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, পাশাপাশি ফার্মেসিতে ডিগ্রি ডিপ্লোমা এবং মোটর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে৷ এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন ফি, বিজ্ঞাপন, আবেদন প্রক্রিয়া, শেষ তারিখ, পরীক্ষা-সহ অন্যান্য সমস্ত তথ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়।
advertisement
কেন্দ্রীয় সরকারি চাকরির অপেক্ষায় বহু প্রার্থী৷ সেই সেনা বিভাগে চাকরির অর্থ দেশকে সেবা করা সুযোগ।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 5:59 PM IST