অ্যমাজন ইন্ডিয়ায় কর্মী ছাঁটাই! তদন্তের সিদ্ধান্ত কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের

Last Updated:

বহুজাতিক সংস্থার ভারতীয় শাখায় একের পর এক 'ফোর্সড রেসিগনেশন-এর ঘটনায় টনক নড়েছে কেন্দ্রীয় সরকারেরও। এবার অ্যামাজনের কর্মী ছাঁটাই নিয়ে তদন্ত শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

#দিল্লি: বিশ্বজুড়েই ৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। কর্মী সংকোচনের কোপ পড়েছে ভারতেও। বহুজাতিক সংস্থার ভারতীয় শাখায় একের পর এক 'ফোর্সড রেসিগনেশন-এর ঘটনায় টনক নড়েছে কেন্দ্রীয় সরকারের। এবার অ্যামাজনের কর্মী ছাঁটাই নিয়ে তদন্ত শুরু করতে চলেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক।
আরও পড়ুন: ট্রেলারের ধাক্কায় চিঁড়ে চ্যাপ্টা গাড়ি, ভিতরে আটকে ৮ যুবক! হাওড়ায় জোর রক্ষা
গত সপ্তাহেই এই নিয়ে অ্যামাজনের ভারতীয় শাখার এক বৈধ প্রতিনিধিকে বেঙ্গালুরুতে থাকা শ্রম দফতরের অফিসে নোটিস পাঠিয়ে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। কর্মী ছাঁটাইয়ের ঘটনায় কোনও রকমের নিয়মকানুন লঙ্ঘিত হচ্ছে কি না, কর্মীদের স্বার্থ রক্ষিত হচ্ছে কি না, তা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতেই এই তলবের সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল।
advertisement
কিন্তু তার পরেই সামনে আসতে থাকে অ্যামাজন ইন্ডিয়ার অন্দরের একের পর এক তথ্য। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, কর্মীদের স্বেচ্ছাবসর নিতে বাধ্য করছে অ্যামাজন ইন্ডিয়া। কর্মীদের কাছে ভলান্টারি সেপারেশন প্রোগ্রামের ফর্ম অর্থা‍ৎ, VSP পাঠানো হচ্ছে। জানানো হচ্ছে, যাঁরা স্বেচ্ছাবসর নিতে এগিয়ে আসবেন, তাঁরা স্বেচ্ছাবসরের বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন।
advertisement
advertisement
সূত্রের খবর, গত বুধবার বেঙ্গালুরুতে শ্রম দফতরের উপ মুখ্য কমিশনারের কাছেও এই স্বেচ্ছাবসরের তত্ত্বই আওড়েছেন অ্যামাজন ইন্ডিয়ার প্রতিনিধি। তিনি জানিয়েছেন, অ্যামাজন কর্তৃপক্ষের তরফে কোনও কর্মীকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়নি। যাঁরা স্বেচ্ছাবসরের স্কিমে রাজি হয়েছেন, তাঁরাই অ্যামাজন ছাড়ছেন।
আরও পড়ুন: ফের দিল্লি! বাঙালি প্রৌঢ়ের দেহ ফ্রিজে, রোজ রাতে দেহাংশ ফেলতে যেত স্ত্রী ও ছেলে
তবে সংস্থার প্রতিনিধি যা-ই বলুন, অ্যামাজনের এক্সপিরিয়েন্স এবং টেকনোলজি টিম-এর L1-L2 ব্যান্ডের কর্মীদের স্বেচ্ছাবসর নিতে বাধ্য করেছে সংস্থা। অন্দরের খবর তেমনই। প্রত্যেকের কাছে সংস্থার তরফে পাঠানো নোট-এ বলা হয়েছে। সেই নোটে বলা হয়েছে, তাঁরা প্রত্যেকেই স্বেচ্ছাবসর নেওয়ার জন্য উপযুক্ত। আগামী ১৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে স্মার্ট ফর্ম ফিল আপ করলে, তাঁরা স্বেচ্ছাবসর স্কিমের সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ পাবেন।
advertisement
বিশ্ববাজারের মন্দার নজির টেনে কর্মী সংকোচনের পথে হাঁটছে অ্যামাজন, ফেসবুক, টুইটার-সহ বিভিন্ন সংস্থা। শুধুমাত্র অ্যামাজনই বিশ্বজুড়ে ৩ শতাংশ কর্মী ছাঁটাই করবে। সংস্থার তরফে ঘোষণা করে তেমনটাই জানানো হয়েছে। কিন্তু ভারতে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হতেই সুর চড়াতে শুরু করেছে আইটি কর্মীদের ইউনিয়নগুলি। তারপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্র।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
অ্যমাজন ইন্ডিয়ায় কর্মী ছাঁটাই! তদন্তের সিদ্ধান্ত কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement